ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘সুস্থ থাকলে অনেক খেলা পাব’

প্রকাশিত: ১১:৫৭, ১৮ মার্চ ২০২০

‘সুস্থ থাকলে অনেক খেলা পাব’

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সুস্থ থাকলে সামনে অনেক খেলা পাব।’-কথাগুলো মঙ্গলবার বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস অলরাউন্ডার ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনার সৌম্য সরকার। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (বিডিপিডিসিএল) খেলা স্থগিত হলেও ফিট থাকতে অনুশীলন করে চলেছেন লীগে খেলা ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবন মাঠে অনুশীলন চলছে। দেশের সবধরনের খেলার সঙ্গে বিডিপিডিসিএলও স্থগিত হয়েছে। যদিও বলা হয়েছে, লীগের দ্বিতীয় রাউন্ড স্থগিত করা হয়েছে। আজ ও বৃহস্পতিবার হওয়ার কথা থাকা দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত। তবে আবার দ্রুতই শুরু হবে। কিন্তু দেশের সরকারের পক্ষ থেকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩১ মার্চ পর্যন্ত খেলা আপাতত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তাতে বোঝাই যাচ্ছে, এই সময় পর্যন্ত লীগও বন্ধ রাখতেই হবে। করোনাভাইরাস আতঙ্কের মধ্যে সবার স্বার্থেই তা করতে হবে। কিন্তু দলের ক্রিকেটাররা অনুশীলন বাদ দেননি। তারা ঠিকই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আবাহনী লিমিটেডের কোচ, ক্রিকেটাররা তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেকও কেটেছেন। তবে ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক আছে। আর তাই তো গাজী গ্রুপ ক্রিকেটার্সের সৌম্য এমন মুহূর্তে খেলার চেয়ে সুস্থ থাকার দিকেই বেশি জোর দিতে চেয়েছেন। লীগের প্রথম রাউন্ড হয়েছে। প্রাইম ব্যাংকের কাছে ৯ রানে হেরেছে গাজী গ্রুপ। ম্যাচটি সৌম্য ৫১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেন। বিয়ের পরই ভালভাবে রানে ফিরেছেন সৌম্য। বিয়ের পরই ব্যাট হাতে নেমে জিম্বাবুইয়ের বিরুদ্ধে প্রথম টি২০তে ৩২ বলে অপরাজিত ৬২ রান করে ম্যাচসেরা হয়েছেন। পরের ম্যাচেও অপরাজিত ২০ রান করেছেন। লীগে প্রথম ম্যাচ খেলতে নেমেও ব্যাটিং ঝলক দেখান। এ পেস অলরাউন্ডার বলেছেন, ‘মাত্র একদিন গেল। কালকেই (সোমবার) তো খেললাম। যে একটা রাউন্ড স্থগিত করা হয়েছে, এটা অবশ্যই সবার ভালর জন্য। আশাকরি দেশের মানুষ সুস্থ থাকবেন, আমরাও সুস্থ থাকি। সুস্থ থাকাটাই মুখ্য। সুস্থ থাকলে সামনে অনেক খেলা পাব। এর মধ্যে ফিটনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকব।’ সঙ্গে যোগ করেন, ‘মাত্র একদিন হলো। আমাদের দল থেকে বলা হয়েছে একটা খেলা পিছানো হয়েছে এটাই। তাছাড়া আমরা ফিটনেসের দিকে আছি এবং অনুশীলনও করব ব্যক্তিগতভাবে। যখনই বলবে যে খেলা শুরু হবে তখনই আবার মানসিকতাটা খেলার মধ্যে নিয়ে যাব। খেলা স্থগিত করা হয়েছে, তবে ফিটনেসের মধ্যে আছি। একেবারে বিশ্রামে চলে যাচ্ছি না।’ খেলা না থাকলেও ফিটনেস তো ধরে রাখতে হবে। খেলা তো সামনে হবেই। হয়তো সাময়িক যে করোনাভাইরাস আতঙ্ক চলছে এর জন্য কয়েকদিন বন্ধ থাকবে। এরপর তো আবার চালু হবে খেলা। আর তাই ফিটনেস ধরে রাখার দিকেই ক্রিকেটাররা মনোযোগ দিচ্ছেন। তারা যে করেই হোক মাঠে যে থাকতে চান। সৌম্য জানান, ‘আমরা খেলোয়াড় হিসেবে মাঠে থাকতে চাই, ফিরতে চাই। যেহেতু একটা ভাইরাসের জন্য এ সিদ্ধান্ত নেয়া, তো ভাল অবশ্যই। তো যত দ্রুত এ জিনিস ভাল হবে আমরা মাঠে নামতে পারব। এটাই।’ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছেন। তাতে ভাইরাস ছড়ানোর সম্ভব কিনা? এমন প্রশ্নও সৌম্যের সামনে ছোড়া হয়। তিনি বলেন, ‘এটা আমি বলতে পারব না, ডাক্তাররা ভাল বলতে পারবে। তবে ব্যক্তিগতভাবে সতর্ক থাকা ভাল। যেগুলো নিয়ম আছে মেনে চলতে হয়, সেগুলো মেনে চলছি। অনেকেই আছে যে তারা নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা বেশি দেখি, তো ব্যক্তিগত ব্যাপার। তবে খেলোয়াড় হিসেবে আমি সবসময় মাঠে থাকতে চাই, খেলতে চাই। আর যেহেতু একটা ভাইরাস আতঙ্ক চলছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি ভাল হলে আমাদের জন্যও ভাল।’ লীগ স্থগিত হয়েছে। তার সঙ্গে তৃতীয় দফায় পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের সফরও স্থগিত হয়েছে। একটি ওয়ানডে ও দ্বিতীয় টেস্ট আপাতত খেলা হচ্ছে না। কবে খেলা হবে তা পরিস্থিতির উন্নতি ঘটলে দুই বোর্ডের সমঝোতায় সিদ্ধান্ত নেয়া হবে। পাকিস্তান সফর স্থগিত হওয়া নিয়ে লীগকেই সামনে তুলে ধরেন সৌম্য। বলেন, ‘এখন যেহেতু আমরা প্রিমিয়ার লীগ খেলছি, আমরা প্রিমিয়ার লীগ নিয়ে বেশিই ফোকাস ছিলাম। তো অবশ্যই চাইব ভাইরাসটা যত দ্রুত সম্ভব ভালর দিকে যাক।’
×