ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘খেলাধুলার ভিত গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু’

প্রকাশিত: ১১:৫৭, ১৮ মার্চ ২০২০

‘খেলাধুলার ভিত গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু’

জাহিদুল আলম জয় ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ছিল মঙ্গলবার। ১৯২০ সালের ১৭ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। দিনটিকে আগেই ‘শিশু দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে সপরিবারে মৃত্যুবরণ করেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মদিনে রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন। শেখ মুজিবুর রহমান ছিলেন খেলাপ্রেমী। তিনি নিজেও ছিলেন একজন ভাল খেলোয়াড়। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর পুরো পরিবারই ক্রীড়াপ্রেমী। বিশেষ করে বঙ্গবন্ধু ফুটবলটা বেশিই পছন্দ করতেন। যে কারণে পঞ্চাশের দশকে শেখ মুজিবর রহমান ওই সময়ের শক্তিশালী দল ওয়ান্ডারার্সের সাদা কালো জার্সি গায়ে জড়িয়ে খেলেছিলেন। স্বাধীন বাংলাদেশের সরকার প্রধান হওয়ার পর যখনই ডাক পেতেন সময় বের করে ছুটে যেতেন খেলার মাঠে খেলোয়াড়দের প্রেরণা যোগাতে। স্বাধীনতার পর ঢাকা মাঠে প্রথম ফুটবল মাঠে গড়িয়েছিল বঙ্গবন্ধু একাদশ ও রাষ্ট্রপতি একাদশ দলের প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে। ওই ম্যাচে জাতির জনক শেখ মুজিবর রহমান মাঠে উপস্থিত ছিলেন। ঐতিহাসিক স্বাধীন বাংলা ফুটবল দলের সবাইকে নিয়ে গড়া হয়েছিল বঙ্গবন্ধু একাদশ। আর বাছাইকৃতদের নিয়ে রাষ্ট্রপতি একাদশ দল। খেলায় রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর দল জয় পেয়েছিল ২-০ গোলে। জাতির জনকের বড় ছেলে শেখ কামাল ছিলেন অসাধারণ প্রতিভাধর চৌকস একজন ক্রীড়া ব্যক্তিত্ব। অনেক খেলাতেই তার ছিল দীপ্ত পদচারণা। খেলার পাশাপাশি সংগঠক হিসেবেও দক্ষতার পরিচয় দিয়ে খ্যাতিও কুড়িয়েছিলেন। তারই হাতে গড়া দেশের সেরা ক্লাবের একটি ঢাকা আবাহনী লিমিটেড। শেখ কামাল একাধারে ক্রিকেট-ফুটবল-বাস্কেটবল-ব্যাডমিন্টন ও এ্যাথলেটিক্স এ পাঁচ খেলাতেই পারদর্শী ছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য বড় সন্তান বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাবার মতোই খেলাধুলাপ্রিয় মানুষ। বাংলাদেশের বিভিন্ন ইভেন্টের ক্রীড়াবিদদের নিয়মিত উৎসাহ দিয়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনে গতকাল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফেডারেশনের কার্যালয়ে দোয়া পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পরিষদের ইমাম সাইফুল ইসলাম। ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এখন শতবর্ষে পা দিতেন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পিতা শহীদ আহসানউল্লাহ মাস্টার এবং ক্যারম ফেডারেশনের সভাপতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিতার রুহের মাগফিরাত কামনা করি।’ এ সময় ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবসহ ক্যারম ফেডারেশনের খেলোয়াড়, কর্মকর্তা ও আম্পায়াররা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। ধানমন্ডির সুলতানা কামাল কমপ্লেক্সে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংস্থার সভানেত্রী বেগম মাহবুবা আরা গিনি এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলীসহ আরও অনেকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। বিভিন্ন ফেডারেশন জাতির জনকের জন্মশতবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে। সবাই একবাক্যে বলেছেন, আজকের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভিত গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধুই।
×