ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালয়েশীয় ফ্যাক্টরিতে বাংলাদেশীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:০৫, ১৮ মার্চ ২০২০

মালয়েশীয় ফ্যাক্টরিতে বাংলাদেশীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ মার্চ ॥ মালয়েশিয়ার একটি ফ্যাক্টরি থেকে মঙ্গলবার সকালে শের আলী মল্লিক (৩২) নামে এক বাংলাদেশীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই খবর শোনার পর থেকে নিহতের গ্রামের বাড়ি মাদারীপুরের পূর্ব গাছবাড়িয়ায় চলছে শোকের মাতম। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পূর্ব গাছবাড়িয়া গ্রামের আয়নাল মল্লিকের ছেলে শের আলী মল্লিক গত আড়াই বছর আগে মালয়েশিয়ায় যায়। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কাজান শহরের চিরিম্যান ইন্ডাস্ট্রি এসডিএন বিএইচডি কোম্পানিতে কাজ করতেন শের আলী। মঙ্গলবার সকালে ওই কোম্পানির ভেতর ঝুলন্ত অবস্থায় শের আলীর লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। মঙ্গলবার সকালেই আরেক মালয়েশিয়া প্রবাসী আবদুর রহমান বিষয়টি শের আলীর মামা আব্দুর রশিদ খানকে জানান। সেই খবর পেয়ে শের আলীর পরিবার মালয়েশিয়ার যে কোম্পানিতে কাজ করতেন তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হন। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। তাদের দাবি শের আলীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তাই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সেই সঙ্গে তারা সরকারের কাছে লাশ দেশে আনারও দাবি জানান।
×