ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ যুবদলের নতুন ২০ ইউনিট কমিটি

প্রকাশিত: ১১:০৪, ১৮ মার্চ ২০২০

মেয়াদোত্তীর্ণ যুবদলের নতুন ২০ ইউনিট কমিটি

স্টাফ রিপোর্টার ॥ ৩ বছরের জন্য গঠিত যুবদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু তারপরও এ কমিটিই সারাদেশের বিভিন্ন ইউনিটের নতুন কমিটি অনুমোদন দিচ্ছে। যুবদলের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি মঙ্গলবার নতুন ২০ ইউনিটের আহ্বায়ক কমিটি করেছে। উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ জানুয়ারি যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সে হিসেবে ৩ বছর মেয়াদী এ কমিটির মেয়াদ ২ মাস আগেই শেষ হয়ে গেছে। যুবদলের নতুন ২০ ইউনিটের আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। যুবদলের দফতরের দায়িত্বে থাকা কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে যুবদলের যে ২০ ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে রয়েছে- আব্দুর রহিমকে আহ্বায়ক ও এম এ জামালকে যুগ্ম-আহ্বায়ক করে কুমিল্লা উত্তর জেলার হোমন উপজেলা আহ্বায়ক কমিটি। এছাড়া আলমগীর হোসেনকে আহ্বায়ক ও ভিপি অহিদ মোল্লা যুগ্ম-আহ্বায়ক করে হোমনা পৌরসভা আহ্বায়ক কমিটি, মজিবুর রহমান সরকাকে আহ্বায়ক ও আবুল খায়ের ভূইয়া টিপুকে যুগ্ম-আহ্বায়ক করে তিতাস উপজেলা আহ্বায়ক কমিটি। আতাউর রহমান চেয়ারম্যানকে আহ্বায়ক ও আব্দুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক করে মেঘনা উপজেলা কমিটি। মোঃ আব্দুর রহমান আহ্বায়ক ও মোঃ নুরুজ্জামানকে যুগ্ম-আহ্বায়ক করে দেবিদ্বার উপজেলা কমিটি। মোঃ জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক ও মোঃ রবিউল আলম সাইফুলকে যুগ্ম-আহ্বায়ক করে দেবিদ্বার পৌরসভা কমিটি। টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভা শাখায় রাশেদুল ইসলাম তালুকদার সেলিমকে আহ্বায়ক ও তরিকুল ইসলাম বাবুকে যুগ্ম-আহ্বায়ক, ভুয়াপুর উপজেলা শাখায় খন্দকার জুলহাস উদ্দিনকে আহ্বায়ক ও আব্দুল আলিম চকদারকে যুগ্ম-আহ্বায়ক, গোপালপুর পৌরসভায় আব্দুল্লাহ আল মামুন আহ্বায়ক ও মোঃ উজ্জলকে যুগ্ম- আহ্বায়ক করে নতুন কমিটি করা হয়েছে। যুবদলের কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা শাখায় মোঃ ইমরান হোসেন জেরী (নওশাদ) আহ্বায়ক ও মোঃ এরশাদুল হক এরশাদ যুগ্ম-আহ্বায়ক। পাকুন্দিয়া পৌরসভায় মোঃ আলমগীর হোসেন আহ্বায়ক ও মোঃ মশিউল হক উজ্জল যুগ্ম-আহ্বায়ক। বাজিতপুর উপজেলায় শাহ আলম আহ্বায়ক ও তৌফিকুর রহমান শাহীন যুগ্ম-আহ্বায়ক। কুলিয়ারচর উপজেলায় আজহার উদ্দিন লিটন আহ্বায়ক ও রফিকুল ইসলাম আলী যুগ্ম- আহ্বায়ক। ইটনা উপজেলায মোঃ আবেদ খান আহ্বায়ক ও নুরুল ইসলাম অপু যুগ্ম-আহ্বায়ক। কটিয়াদি উপজেলায় মোঃ মাহাবুবুল আলম মাসুদকে আহ্বায়ক ও মোঃ রফিকুল ইসলাম সেতু যুগ্ম-আহ্বায়ক।
×