ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দীর পরিচালকসহ দুইজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১১:০৪, ১৮ মার্চ ২০২০

সোহরাওয়ার্দীর পরিচালকসহ দুইজনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ ‘সাজানো দরপত্রে’ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য বেশি দামে ভারি যন্ত্রপাতি কিনে প্রায় ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসপাতালটির পরিচালক ডাঃ উত্তম কুমার বড়ুয়াসহ দু’জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সহকারী পরিচালক মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অধ্যাপক উত্তম কুমার ছাড়াও যন্ত্রপাতি সরবরাহ করা প্রতিষ্ঠান মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফররুখ হোসাইনকে সেখানে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে হাসপাতালের জন্য প্রকৃত দামের চেয়ে বেশি দামে ভারি যন্ত্রপাতি কিনে সরকারের পাঁচ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার আত্মসাত করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, ভারি যন্ত্রপাতি কেনার এখতিয়ার না থাকার পরও উত্তম কুমার ‘ক্রয় নীতিমালা ভঙ্গ করে’ রাজস্ব, উন্নয়ন ও থোক বরাদ্দ বাজেটের অর্থ দিয়ে দুটি সাজানো উন্মুক্ত দরপত্র আহ্বান করেন। উত্তম কুমার দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান হিসেবে ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত সরবরাহকারীদের দরপত্রে অংশ গ্রহণের সুযোগ না দিয়ে তৃতীয় ‘মধ্যস্বত্বভোগী’ ঠিকাদার মুন্সী ফররুখ হোসাইনের সাজানো দর গ্রহণ করেন।
×