ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এইচএসসি পরীক্ষার আসন বণ্টনে নতুন নির্দেশনা

প্রকাশিত: ১১:০৩, ১৮ মার্চ ২০২০

এইচএসসি পরীক্ষার আসন বণ্টনে নতুন নির্দেশনা

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি ও সমমানের পরীক্ষায় ভুল প্রশ্ন বিতরণের কেলেঙ্কারির ঘটনার প্রেক্ষাপটে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় আসন বণ্টন নিয়ে নতুন করে আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুসারে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা আলাদা কক্ষে নিতে হবে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, আগেও এমন আদেশ জারি করা হয়েছে। তবে এবার আরও কিছু নতুন নির্দেশও দেয়া হয়েছে। পূর্ব ঘোষণা ঠিক থাকলে আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের আলাদা কক্ষে পরীক্ষা নেয়া হবে। কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি মনে করিয়ে নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কর্মকর্তারা বলেছেন, এবারের এসএসসি পরীক্ষায় সারাদেশের কিছু কেন্দ্রে অনিয়মিতদের প্রশ্নে নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়। কোন কোন কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীরা অনিয়মিতদের জন্য তৈরি করা প্রশ্নেই পরীক্ষা দেয়। কোথাও ভুল প্রশ্নে পরীক্ষা দেয়ার পর বাড়ি থেকে ডেকে এনে সঠিক প্রশ্নে পরীক্ষা নেয়া হয়েছে। পরে বিষয়টি নজরে এলে কিছু কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে শিক্ষা মন্ত্রণালয়। তাই নতুন করে নির্দেশনা জারি করে নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের আলাদা কক্ষে পরীক্ষা নেয়ার বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দেয়া হয়েছে। নির্দেশনা সকল কেন্দ্রে পাঠানো হয়েছে। বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, নিয়মিত শিক্ষার্থীদের ২০২০ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার ও অনিয়মিত শিক্ষার্থীদের ২০১৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিতে হবে। অনিয়মিত শিক্ষার্থীদের অবশ্যই আলাদা কক্ষে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পরীক্ষা শুরুর সাতদিন আগে নিয়মিত-অনিয়মিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে হবে। পরীক্ষার হলে প্রশ্ন পাঠানোর সময় সিলেবাসের বিষয়টি নিশ্চিত করতেও বলা হয়েছে নির্দেশনায়। এছাড়া প্রতিটি কক্ষের শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রের বিবরণী তৈরি করে দিতে বলেছে শিক্ষা বোর্ড। নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয়ে পরীক্ষা দিতে হবে। অনিয়মিত পরীক্ষার্থীরা তার প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ে পরীক্ষা দেবে। পরীক্ষায় অসদুপায় রোধে কেন্দ্রগুলোকে পরীক্ষার্থীদের তল্লাশির ব্যবস্থা করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ করানোর ব্যবস্থা করতে হবে। ফরম পূরণের সময় বর্ধিত ॥ এইচএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের ফের ফরম পূরণের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের ফরম পূরণ করা যাবে। বর্ধিত সময়ে ফরম পূরণ করতে শিক্ষার্থীদের ১০০ টাকা বিলম্ব ফি দিতে হবে। গত ১২ তারিখ ছিল ফরম পূরণের শেষ সময়। এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা বোর্ড। ফরম পূরণের সময় বাড়ানোর বিষয়ে জানিয়ে বোর্ড থেকে নোটিস জারি করা হয়। ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ মে পর্যন্ত চলবে পরীক্ষা। ৫ থেকে ১৩ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। ঢাকা বোর্ড থেকে জারি করা নোটিসে বলা হয়েছে, সোনালী সেবার মাধ্যমে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৮ মার্চ থেকে ২২ মার্চ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেয়ার শেষ তারিখ ২৩ মার্চ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না বলেও নোটিসে জানিয়েছে ঢাকা বোর্ড। নোটিসে আরও বলা হয়, শেষ সুযোগে দুইজনের বেশি শিক্ষার্থীর ফরম পূরণ করতে বোর্ডে ব্যাখ্যা দাখিল করে বোর্ডের অনুমতি নিতে হবে। তবে, বর্ধিত সময়ে কোনো কলেজ থেকে দুইজনের বেশি ফরম পূরণে করতে বোর্ডে ব্যাখ্যা দাখিল করে বোর্ডের অনুমতি নিতে হবে না। পরীক্ষার ঠিক আগে কলেজগুলোর ফরম পূরণ বাণিজ্য বন্ধে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বোর্ড।
×