ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে রেস্তরাঁ বার বন্ধ, নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল ;###;ডব্লিউএইচওর দুই কর্মী আক্রান্ত

মক্কা-মদিনার দুটি বাদে সৌদি আরবের সব মসজিদে নামাজ বন্ধ

প্রকাশিত: ১০:৫৮, ১৮ মার্চ ২০২০

মক্কা-মদিনার দুটি বাদে সৌদি আরবের সব মসজিদে নামাজ বন্ধ

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনে করোনাভাইরাস নিয়ন্ত্রণে এলেও ইউরোপের দেশ ইতালি, স্পেন ও মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৬ হাজার ৭৭০। এর মধ্যে সাত হাজার ৯২৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৮১ হাজার ৬৮৩ জন। এদিকে ভাইরাসের বিস্তার রোধে ৩৫০ মিলিয়ন ইউরো বাজেট ঘোষণা করেছে ইতালি। এছাড়া ‘লকডাউন’ শুরু ফ্রান্সে এবং যুক্তরাষ্ট্রে রেস্তরাঁ-বার-বিনোদন কেন্দ্র বন্ধ করার পাশাপাশি বাতিল করা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। আর এ ভাইরাসে এবার আক্রান্ত হয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থ্যার দুই কর্মী। খবর এএফপি, বিবিসি, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আল-জাজিরা, সিএনএন, ইরনা, সৌদি প্রেস এজেন্সি, সাউথ চায়না মর্নিং পোস্ট, আল আরাবিয়া, নিউইয়র্ক টাইমস ও ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর। মক্কা-মদিনার দুটি বাদে সব মসজিদে নামাজ বাতিল করল সৌদি প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া দেশের বাকি সব মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি গ্যাজেট জানায়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন দ্য কাউন্সিল অব স্কলার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মসজিদ পুরোপুরি বন্ধ করা হয়নি। সেখানে শুধু জামায়াতে নামাজ পড়া সাময়িক স্থগিত করা হয়েছে। নিয়মিত আজান হবে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার পরামর্শ দেয়া হয়েছে। করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এর আগেও মক্কা-মদিনার মসজিদ বন্ধ করেছিল সৌদি আরব। গত ৫ মার্চ মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই দিন বন্ধ করে দেয়া হয় মদিনার মসজিদে নববীও। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে একদিন পরেই ফের খুলে দেয়া হয় মসজিদ দু’টি। সৌদি আরবে এ পর্যন্ত অন্তত ১৭১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ জন। ইতালিতে আরও ৩৪৫ জনের মৃত্যু ইতালিতে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫০৩ জনের। মঙ্গলবার দেশটির সিভিল প্রোটেকশন এ্যাজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা। খবরে বলা হয়, নতুন করে আরও ৩ হাজার ৫২৬ জন এ রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৫০৬ জন। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জিউসপ্পে কোঁতে এক ভিডিও বার্তায় করোনাভাইরাস মোকাবেলায় দেশটিতে বসবাসকারী জনগণের জন্য ৩৫০ মিলিয়ন ইউরো বাজেট ঘোষণা করেছেন। তিনি আরও বলেছেন, করোনা সঙ্কটের জন্য ইতালিতে কেউ চাকরি হারাবে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে পর্যন্ত যারা কর্মহীন থাকবে তারা বেতনের আশি ভাগ অর্থ পাবে। ইতালির প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের বিল, বাসাভাড়া, লোনের কিস্তি স্থগিত করে রাখা যাবে। দেশটিতে হোম কোয়ারেন্টাইন অমান্যকারীদের পুলিশ ব্যাপক জরিমানা করছে। ক্ষেত্রবিশেষ মামলা করছে, গ্রেফতার করছে। স্টেশনে ঘুমানো ছিন্নমূল মানুষদের পুলিশ তুলে নিয়ে গেছে নিরাপদ আশ্রয়ে। ইরানে একদিনে ১৩৫ মৃত্যু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। দেশটিতে এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮৮ জনে। দেশটিতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬৯। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানাউশ জাহানপুর মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশের ৫৬টি ল্যাবরেটরিতে করোনা আক্রান্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।’এদিকে ভাইরাসের কারণে ৮৫ হাজার বন্দীকে সাময়িক মুক্তি দিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির বিচার বিভাগের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ভারতে তৃতীয় মৃত্যু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরেক ব্যক্তির মৃত্যু হলো। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মুম্বাইয়ের কাসতুরবা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছেন। তার পরিচয় জানানো হয়নি। এর আগে কর্নাটকে ৭৬ বছর বয়সীর মৃত্যুর মধ্য দিয়ে ভারতে এ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এর একদিন পরই দিল্লীতে আরেক ব্যক্তির মৃত্যু হয়। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী এক শ’ ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩ জন। এদিকে ভারতে কয়েক সপ্তাহ আগেই করোনা হানা দিলেও কলকাতায় প্রথম রোগী পাওয়া গেল মঙ্গলবার। এদিন যুক্তরাজ্যফেরত এক তরুণের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলিধরন স্বেচ্ছায় কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তিনি কেরালার একটি হাসপাতালে গিয়েছিলেন। ওই হাসপাতালের এক চিকিৎসক বিদেশে গিয়েছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। পরে তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পাকিস্তানে প্রথম মৃত্যু ও মালয়েশিয়ায় মারা গেল দুইজন পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এটি এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ এবং মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরতে মঙ্গলবার একটি ওয়েবসাইট খুলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই ওয়েবসাইটেই এই মৃত্যুর খবরসহ জানানো হয়, এখন পর্যন্ত ১৯৫ জন আক্রান্ত হয়েছেন। এদিকে মালয়েশিয়ায় করোনাভাইরাসে একদিনেই দুজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সিরি ড. আদহাম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মারা যাওয়া দুজনের মধ্যে এক জন জোহর এবং অপর জন সারওয়াক প্রদেশের বাসিন্দা। স্পেনে ভয়াবহ অবস্থা ইতালির পর সবচেয়ে ভয়াবহ অবস্থা স্পেনে। ইতোমধ্যে দেশটিতে দুই সপ্তাহের জন্য জরুরী অবস্থা ও লকডাউন ঘোষণা করা হয়েছে। তাতে ফাঁকা হয়েছে রেস্তরাঁ, বার ও রাস্তাঘাটসমূহ। মঙ্গলবার নতুন করে দেশটিতে মারা গেছেন আরও ১৫৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৭ জনে এবং দেশটিতে আক্রান্তের সংখ্যা হয়েছে ১১২৭৯ জন। বিপর্যয়ের দিক দিয়ে ইতালির পর ইউরোপে দ্বিতীয় হচ্ছে স্পেন। এদিকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান, মিউজিয়াম, থিয়েটার, সিনেমা, স্টেডিয়াম, কনসার্টসহ জনসমাগমের স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির ব্যস্ততম শহরগুলো পরিণত হয়েছে জনশূন্য নগরীতে। ফ্রান্সে লক ডাউন, বাড়ি থেকে বের হলেই জরিমানা সংক্রমণে কঠোর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। এরই মধ্যে লক ডাউন ঘোষণা করেছে দেশটি। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলে নাগরিকদের জরিমানা করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ম্যাক্রোঁ জানিয়েছেন, এর আগে স্কুল, ক্যাফে ও রেস্তরাঁ বন্ধের যে ঘোষণা দেয়া হয়েছিল সংক্রমণ প্রতিরোধে তা যথেষ্ট পদক্ষেপ নয় বলে প্রমাণ হয়েছে। টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেছেন, ‘চিকিৎসকরা পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করার পরেও আমরা দেখছি লোকজন পার্কে ও ব্যস্ত বাজারে জড়ো হচ্ছে এবং রেস্তরাঁ ও বারগুলো বন্ধের নির্দেশ মানছে না।’ দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন করে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৮। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১ হাজার ২১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নিউইয়র্কে বন্ধ বার, রেস্তরাঁ ও বিনোদন কেন্দ্র ভাইরাসের প্রকোপ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্ধ করে দেয়া হচ্ছে সব ধরনের পানশালা, খাবার দোকান, রেস্তরাঁ ও বিনোদন কেন্দ্র। মানুষে মানুষে সামাজিক বিচ্ছিন্নতা বাড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। নিউইয়র্কের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মেয়র ডি ব্লাসিওর এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে এ নির্দেশ কার্যকর হবে। ‘চাইনিজ ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রাম্প তার টুইটে এই মন্তব্য করেন। টুইটে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র চাইনিজ ভাইরাসে ক্ষতিগ্রস্ত এয়ারলাইনস এবং অন্য শিল্পখাতকে শক্তিশালীভাবে সহায়তা দেবে।’ টুইটে তিনি আরও লিখেছেন, ‘আমরা আগের চেয়েও অনেক শক্তিশালী হব।’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি। এতে মারা গেছেন ৯৩ জন। এছাড়া কোভিড-১৯ চিকিৎসায় অপিরাহার্য বেড, মাস্ক এবং ভেন্টিলেটর সঙ্কটের মুখে যুক্তরাষ্ট্র। এদিকে এ রোগের প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক টুইটে ট্রাম্প বলেন, এয়ারলাইনস-সহ যেসব ব্যবসা প্রতিষ্ঠান ‘চাইনিজ’ ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের প্রবলভাবে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল করা হয়েছে। নিরাপত্তা পরিষদের সভাপতি ঝাং জুন সংস্থাটির দুটি চূড়ান্ত বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন। চলতি সপ্তাহেই ওই বৈঠক দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু করোনাভাইরাসের বিস্তার ছড়িয়ে পড়ায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার এক ঘোষণায় বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। অন্যান্য দেশের কূটনীতিকদেরও বৈঠক বাতিলের বিষয়ে জানানো হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, বৈঠক বাতিল হলেও জাতিসংঘ ভবন খোলা রাখা হয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার ২ কর্মী আক্রান্ত আক্রান্ত হয়েছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার দুই কর্মী। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার সাংবাদিকদের কাছে এক কর্মী সম্পর্কে বলেন, ‘ওই কর্মী অফিস থেকে বাড়ি যাওয়ার পর লক্ষণ দেখতে পান এবং পরে কোভিড-১৯ এ আক্রান্তের বিষয়টি নিশ্চিত হন।’ কাতারে সব মসজিদ বন্ধ করোনাভাইরাসের বিস্তার রোধে কাতারের সব মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জোহর নামাজের সময় থেকে এই আদেশ কার্যকর হবে। সরকারী ঘোষণায় বলা হয়েছে, করোনাভাইরাসের ভয়াবহ ঝুঁকিপূর্ণ এই সময়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কাতারে কোনও মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত এবং জুমার জামাত অনুষ্ঠিত হবে না। দেশটিতে নতুন করে আরও ৩৮ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৩৯ জন। এর আগে সিঙ্গাপুর, আমিরাত ও মালয়েশিয়ার মসজিদ বন্ধ করা হয়।
×