ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্রান্স-সুইজারল্যান্ড-অস্ট্রিয়া সীমান্ত বন্ধ করছে জার্মানি

প্রকাশিত: ০৮:৫৫, ১৮ মার্চ ২০২০

ফ্রান্স-সুইজারল্যান্ড-অস্ট্রিয়া সীমান্ত বন্ধ করছে জার্মানি

জার্মানিতে ৪ হাজার ৫৮৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং ৯ জন মারা গেছে বলে জানিয়েছে বিবিসি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সীমান্ত বন্ধ করাসহ নানা পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রিয়া সোমবার থেকে ৫ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করছে। জার্মানির গণমাধ্যম জানিয়েছে, সীমান্তগুলো সোমবার সকাল থেকেই বন্ধ করা হবে। তবে দেশগুলোর মধ্যে পণ্য পরিবহন এবং নিত্যযাত্রী চলাচল অব্যাহত থাকবে। রোমানিয়া জরুরী অবস্থা জারি করেছে। চেক রিপাবলিক এরই মধ্যে সীমান্ত বন্ধ করেছে। দেশজুড়ে তারা কোয়ারেন্টাইন শুরু করার পদক্ষেপ নেয়ার কথাও ভাবছে। ফ্রান্স এবং স্পেনও শনিবার ভাইরাসের বিস্তার ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছে।স্পেনে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯৭ জনের মৃত্যু হয়েছে এবং ২ হাজার জন আক্রান্ত হয়েছে। এতে করে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৮৮ এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫৩ জনে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ফ্র্রান্স, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সঙ্গে সীমান্ত অনেকাংশেই বন্ধ করে দিচ্ছে জার্মানি। সরকারী কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। সূত্র : ইন্টারনেট
×