ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘আল্লার দলের’ ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫৩, ১৮ মার্চ ২০২০

‘আল্লার দলের’ ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ র‌্যাব-৬, খুলনার একটি বিশেষ দল কেএমপির খুলনা সদর থানাধীন ৪নং ফুডঘাট জামে মসজিদ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আল্লার দল’ যশোরের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত তিনজন হচ্ছে- যশোর জেলার চৌগাছা থানার চৌগাছা গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে মোঃ রাকিব হাসান। একই উপজেলার সন্তোষনগর গ্রামের আলী হোসেন মোড়লের ছেলে আশিকুজ্জামান আশিকুল এবং সন্তোশনগর গ্রামের মাঃ মোফাজ্জেল হোসেন মোড়লের ছেলে মোঃ শফিকুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ রাকিব হাসান জানায়, সে আল্লার দল যশোর জেলার সহজেলা নায়েক। অন্য দু’জন জানায়, তারা এ দলের সক্রিয় সদস্য। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিনে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে তার ম্যুরাল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড কমপ্লেক্সের সামনে এই ম্যুরালের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। এ সময় জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার বলেন, বাগেরহাটে কর্মরত পরিবহন শ্রমিকরা সব সময় স্বাধীনতার পক্ষে কাজ করেন।
×