ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিনে চাকরি পেলেন মুক্তিযুদ্ধে প্রথম শহীদ পরিবারের এক সদস্য

প্রকাশিত: ০৮:৫৩, ১৮ মার্চ ২০২০

বঙ্গবন্ধুর জন্মদিনে চাকরি পেলেন মুক্তিযুদ্ধে প্রথম শহীদ পরিবারের এক সদস্য

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৭ মার্চ ॥ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শিশু শংকু সমঝদারের পরিবারের এক সদস্যকে চাকরি দিয়েছে সরকারী বেগম রোকেয়া কলেজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে এ চাকরি দেয়া হয়। মঙ্গলবার দুপুরে সরকারী বেগম রোকেয়া কলেজে মুজিববর্ষেও অনুষ্ঠানে শংকু সমঝদারের মা দিপালী সমঝদারের হাতে তার বড় ছেলের স্ত্রীর চাকরির নিয়োগপত্র তুলে দেয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বাড়ৈ বলেন, ‘শহীদ শংকু সমঝদারের ভাবি কনকলতাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক কলেজের কার্য সহায়ক পদে নিয়োগ দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘১৯৭১ সালের ৩ মার্চ রংপুরে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে একটি মিছিলে পাকিস্তানীদের গুলিতে স্কুল ছাত্র শিশু শংকু সমঝদার শহীদ হন। বর্তমানে শংকুর পরিবার অসচ্ছল। তার বৃদ্ধা মা, অসুস্থ বড় ভাই, ভাবি, বোন ও সন্তানরা অভাব অনটনে জীবন যাপন করছে।’ মালয়েশিয়াগামী ৭ রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়া পাচার কালে ৭ রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে হলদিয়াপালং পাতাবাড়ী বাজারের পূর্ব পাশে বরইতলী সংযোগ সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়। ইউপি সদস্য সরোয়ার বাদশা জানান, পাচারকারী সিএনজিচালক পাতাবাড়ী এলাকার মোঃ কালুর পুত্র মোঃ সেলিম গাড়ি নিয়ে দ্রুত পালিয়েছে।
×