ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাজিপুরে মাথা গোঁজার ঠাঁই পেল ২৭৬ পরিবার

প্রকাশিত: ০৮:৫১, ১৮ মার্চ ২০২০

কাজিপুরে মাথা গোঁজার ঠাঁই পেল ২৭৬ পরিবার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুইশ ছিয়াত্তরটি পরিবারের গৃহহীন মানুষ পেল মাথা গোঁজার ঠাঁই। মঙ্গলবার কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে গৃহহীন মানুষের হাতে ঘরের চাবি তুলে দেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগসহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ৬৯টি এবং জমি আছে ঘর নেই প্রকল্পের মাধ্যমে ২০৭টি ঘর নির্মাণ করা হয়েছে। এ সময় তানভীর শাকিল জয় বলেন, ‘মুজিববর্ষের প্রথম দিনে ঘরছাড়া মানুষকে ঘরের ঠিকানা উপহার দিলেন জননেত্রী শেখ হাসিনার সরকার।’ এ সময় ঘরের চাবি হাতে পেয়ে আবেগে চোখের জল ফেলেন গান্ধাইল উত্তরপাড়ার সমিতা খাতুন। তিনি বলেন, ‘যমুনা বেবাক নিয়া গ্যাছে। এহন যে ঘর পাইলাম, মনে হয় স্বপ্ন দ্যাখতাছি।’ শ্যাখের বেটি বেঁচে থাইক। কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, পৌর মেয়র নিজাম উদ্দিন, ওসি এ কে এম লুৎফর রহমান প্রমুখ।
×