ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে কলেজছাত্র খুন

প্রকাশিত: ০৮:৫০, ১৮ মার্চ ২০২০

যশোরে কলেজছাত্র খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরে প্রাইভেট পড়তে এসে ইকলাস হোসেন (১৯) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার পর কোন এক সময় ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ পলাশী মোড়সংলগ্ন জামে মসজিদের পাশে ফেলে যায়। লাশের কপাল ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে ও শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করেছে। খবর পেয়ে মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম, ইনসপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন ঘটনাস্থলে যান। খুনের ঘটনাটি পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরার আওতাধীন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ইকলাস হাসান বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের আবু হানিফের ছেলে। পাঁচ বছর বয়স থেকে সে যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামে নানা আইয়ার আলীর বাড়িতে থেকে লেখাপড়া করত। সে রুদ্রপুর কলেজের বাণিজ্য শাখার ছাত্র। আসন্ন এইচএসসি পরীক্ষায় তার অংশ নেয়ার কথা ছিল। নানা আইয়ার আলী জানান, ইকলাস মনিরামপুরের বাসুদেবপুর গ্রামের ইব্রাহিম নামে এক শিক্ষকের কাছে ইংরেজী প্রাইভেট পড়ত। প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষে সাইকেলে বা দৌড়ে সে প্রাইভেট পড়তে যেত। মঙ্গলবার সকালে নামাজ শেষে সে দৌড়ে প্রাইভেট পড়তে যায়। ঘণ্টাখানেক পর তার মৃত্যুর খবর আসে। তিনি বলেন, ‘রুদ্রপুর গ্রামে আমার নাতির কোন শত্রু ছিল না। এখন প্রাইভেট পড়তে এসে কিছু হয়েছে কি না বলতে পারব না। স্থানীয়রা জানান, সকালে মসজিদের নলকূপে পা ধুতে এসে এলাকার এক ব্যক্তি লাশ পড়ে থাকতে দেখেন। এরপর খবরটি ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নবীনগরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আকলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলুখী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম উপজেলার ওই গ্রামের ফল ব্যবসায়ী লিটন মিয়ার স্ত্রী এক সন্তানের জননী। নিহতের পরিবার জানায়, স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় দেড় মাস আগে আকলিমা তার বাবার বাড়িতে চলে আসে। বেশকিছু দিন ধরে প্রতিবেশী মনির হোসেন আকলিমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সোমবার রাতে মনির আকলিমার বাবার বাড়িতে গিয়ে বৃদ্ধ মায়ের সামনেই আকলিমাকে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পর ঘাতক মনির পালিয়ে যায়। রাজশাহীতে সৎভাই স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বাগমারায় সৎভাইয়ের হাতে খুন হয়েছেন নাজিদুল ইসলাম (২৫) নামে এক যুবক। পারিবারিক কলহের জেরে সোমবার রাতে উপজেলার বাসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিদুল ইসলাম ওই গ্রামের মৃত আজগর আলীর ছেলে। এই ঘটনায় রাতেই নিহতের বড়ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ঘাতক সৎভাই মুকিদুল ইসলাম, তার আরও দুই ভাই ও দুই বন্ধুসহ ৫ জনের বিরুদ্ধে বাঘমারা থানায় মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে পলাতক আসামিরা। বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মামলা হয়েছে। সে সময় ছুরি নিয়ে নাজিদুলের ওপর আক্রমণ করে আসামিরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যুবককে হত্যার চেষ্টা ্্॥এদিকে জমি নিয়ে বিরোধের জের ধরে মহানগরীতে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে নগরীর শাহমখদুম থানার মধ্য নওদাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মুখেশ সরকার (২২)। মধ্য নওদাপাড়া মহল্লার মুন্না সরকারের ছেলে তিনি। গুরুতর আহত অবস্থায় মুখেশকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনায় শিশু নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের সোনাহারা গ্রামে নিখোঁজের ৩ দিন পর ৪ বছরের কন্যা শিশু সুমির অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে নির্মাণাধীন এক বাড়ির বারান্দায় তার মরদেহ পাওয়া যায়। সুমি গ্রামের সজিব হোসেনের মেয়ে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবুল হোসেন জানান, শনিবার বিকেলে বাড়ির সামনে খেলার সময় শিশু সুমি নিখোঁজ হয়। কোথায় ও তার সন্ধান না মিললে পরদিন থানায় জিডি করা হয়। মঙ্গলবার সকালে সজিব হোসেনের বাড়ির অদূরবর্তী রবিউল ইসলামের নির্মাণাধীন বাড়ির বারান্দায় সুমির অর্ধগলিত মরদেহ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
×