ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রকাশিত: ০৮:৫০, ১৮ মার্চ ২০২০

সড়ক দুর্ঘটনায় নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় যশোরে দুই বন্ধু, জয়পুরহাটে দুই, সিরাজগঞ্জে দুই, মুন্সীগঞ্জে দুই ও ফরিদপুরে এক ব্যবসায়ী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ যশোর ॥ সদর উপজেলার রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে খাজুরা কলেজ-রাজাপুর সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ মোটরসাইকেলের চালক সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন (২২) ও আরোহী একই গ্রামের কুরবান আলীর ছেলে যশোর সরকারী সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র সবুজ হোসেন (২১)। নিহতের স্বজনরা জানান, সোমবার মোটরসাইকেল তারা দুই বন্ধু বেড়াতে যায়। রাত ১০টার দিকে খাজুরা সরকারী শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পেছনে আজিজুল স্টোর থেকে দুই বন্ধু চা খেয়ে বাড়ির উদ্দেশে যাত্রা করে। রাজাপুর মাঠের ডাঙ্গাবয়রা নামকস্থানে পৌঁছলে সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সজোরে একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তারা দু’জন ঘটনাস্থলেই মারা যায়। সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় পিকআপভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতরা হলো- নয়ন শিকদার (২৯) ও রফিউল ইসলাম (৩২)। জানা গেছে, ঢাকা থেকে পাবনায় যাচ্ছিল পিকআপভ্যানটি। মঙ্গলবার সকালে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোঁজা ব্রিজ এলাকায় বিপরীতমুখী নসিমনের সঙ্গে ওই পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। জয়পুরহাট ॥ গরু বোঝাই একটি ভটভটি উল্টে খাদে পড়ে দুজন নিহত এবং নয়জন আহত হন। জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ কালাই উপজেলার পুনট গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আবু তালেব (৫৫) এবং পূর্ব দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (২৫)। জানা গেছে, পুনট হাট থেকে গরু নিয়ে ভটভটিযোগে পাঁচবিবি হাটে যাওয়ার সময় বানিয়াপাড়া এলাকায় ভটভটির পেছনের চাকা ফেটে গিয়ে ভটভটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি উল্টে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে শ্রীনগরের কেয়টখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- তুহিন শিকদার (৪০) ও বাদশা হোসেন (৫০)। জানা গেছে, ঢাকাগামী একটি ডাম্পট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। ফরিদপুর ॥ মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যাবসায়ীর নাম আক্কাস আলী শেখ (৩৮)। তার বাড়ি বাগাট ইউনিয়নের বাগাট গ্রামে। নিহত আক্কাস আলী মধুখালী পৌর বাজারের মধুবন শপিংমলে মোবাইল মেকারের ব্যবসা করতেন। এছাড়া তিনি ট্রাস্ট আই হসপিটাল ও এমএম একাডেমির পরিচালক ও বাগাট উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বাগাট উচ্চ বিদ্যালয়ের মুজিব শতবর্ষ পালন অনুষ্ঠান শেষে মধুখালীতে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোটরসাইকেলে ফিরছিলেন। মধুখালী মালেকা চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে।
×