ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১০০৪ ভূমিহীন পেল জমি

প্রকাশিত: ০৮:৪৯, ১৮ মার্চ ২০২০

১০০৪ ভূমিহীন পেল জমি

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৭ মার্চ ॥ মির্জাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মির্জাপুরে এক হাজার চার ভূমিহীনের মধ্যে খাসজমি বন্দোবস্তের দলিল হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে উপজেলার পাঁচটি গ্রামকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হেেয়ছে। মঙ্গলবার টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম ভূমিহীনদের মধ্যে এই দলিল হস্তান্তর করেন। একই সঙেঙ্গ জেলা প্রশাসক মির্জাপুর উপজেলার পাঁচটি গ্রামকে ভূমিহীনমুক্ত ঘোষণা দেন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মত মুস্তারি কাদেরি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ বজলুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাাজিস্ট্রেট মোঃ শহীদুল্লাহ, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈনুল হক, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল ও মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা মিয়া উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১৭ মার্চ ॥ জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বিভিন্ন বয়সী এক শ’ শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়েছেন। মঙ্গলবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হুইপ ব্যতিক্রমী ও মানবিক এই কাজটি করেছেন। এসব হুইলচেয়ার পেয়ে স্কুল শিক্ষার্থী, শিশু, বয়োবৃদ্ধি প্রতিবন্ধীরা খুশিতে আত্মহারা। দৈনন্দিন কঠিন জীবনযাত্রায় এই হুইল চেয়ার কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য আনবে বলে তারা প্রতিক্রিয়ায় জানিয়েছে। সকালে জাতীয় সঙ্গীত শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে হুইপ শ্রদ্ধা নিবেদন করেন। এর পর পরেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হয়।
×