ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজার্সি, পুয়ের্তো রিকোতে কার্ফু

প্রকাশিত: ০৮:৪২, ১৮ মার্চ ২০২০

নিউজার্সি, পুয়ের্তো রিকোতে কার্ফু

সোমবার করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বাসিন্দাদের চলাচলে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইউরোপীয় দেশগুলোতে স্কুল, সরকারী ভবন, প্রেক্ষাগৃহ, রেস্তরাঁ ও বার বন্ধ ঘোষণার সিদ্ধান্ত অনুসরণ করেই সিদ্ধান্ত নেয়া হচ্ছে শহরগুলোতে। ব্যাপক-বিস্তৃত এই মহামারীতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭০ জনের মতো মারা গেছেন। আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৭০০ জনে। নিউজার্সির গবর্নর ফিল মার্ফি সোমবার কার্ফু জারির ঘোষণা দেন। তিনি বলেন, এটি ‘আজ থেকে কার্যকর করা হবে। সব ধরনের অপ্রয়োজনীয় খুচরা বিক্রির দোকান, প্রমোদ ও বিনোদন ব্যবসা রাত ৮টার পর অবশ্যই বন্ধ ঘোষণা করতে হবে। এছাড়া রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিউজার্সিতে সব ধরনের অপ্রয়োজনীয় ও গুরুত্বহীন ভ্রমণে জোরালোভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।’ তিনি বলেন, ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এই বিধিনিষেধ বলবত থাকবে। আমরা চাই, সবাই বাড়িতে থাকুক। কেউ যেন বের না হন। -এএফপি জ্যাক মা’র ১০ লাখ মাস্ক দান করোনাভাইরাস প্রতিরোধে আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা আমেরিকাকে পাঁচ লাখ টেস্টিং কিট ও ১০ লাখ সার্জিক্যাল মাস্ক দান করেছেন। তিনি বিবিসি গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের শুরুতেই আমেরিকাকে ৫ লাখ করোনা টেস্টিং কিট ও ১০ লাখ সার্জিক্যাল মাস্ক দেয়ার ঘোষণা করা হয়েছে। চ্যানেল নিউজ। চীনা ধনকুবের জ্যাক টুইট বার্তায় দুটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন, করোনা চিহ্নিতকরণে সাংহাই থেকে বিমানে করে করোনা সংক্রান্ত মাস্ক ও কিট পাঠানো হচ্ছে বন্ধু রাষ্ট্র আমেরিকায়। করোনা মহামারী মোকাবেলায় আন্তর্জাতিকভাবে সহযোগিতার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন। সে হিসেবে ইউরোপেও করোনা চিকিৎসা সামগ্রীর কিট ও মাস্ক পাঠানো যেতে পারে। জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন হতে গত সপ্তাহে ঘোষণা করা হয়েছিল, ইউরোপজুড়ে তারা করোনাভাইরাস থেকে প্রতিরক্ষার জন্য ২ লাখ করোনাভাইরাস পরীক্ষার কিট ও মাস্ক বিতরণের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে জাপান, সাউথ কোরিয়া, ইতালি, ইরান, স্পেনসহ অন্য দেশগুলোতেও সরবরাহ করা হবে।
×