ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন বয়স্করা

প্রকাশিত: ০৮:৪২, ১৮ মার্চ ২০২০

অস্ট্রেলিয়ায় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন বয়স্করা

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। আতঙ্কিত হয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বেশি করে কিনে রাখছেন ক্রেতারা। এজন্য অনেক সময় চাহিদামাফিক পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে বয়স্ক ও শারীরিকভাবে দুর্বলদের। সিডনি মর্নিং হেরাল্ড। অস্ট্রেলিয়ার সুপারমার্কেটগুলোতে কেবল বয়স্ক ও দুর্বলদের জন্য সকালে এক ঘণ্টা কেনাকাটার সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। তারা যেন নিজেদের প্রয়োজনীয় সামগ্রী পেতে পারেন, সেই লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সুপারমার্কেট রয়েছে উলওর্থ গ্রুপের। এক টুইট বার্তায় তারা জানিয়েছে, আমাদের সমাজের বয়স্ক ও শারীরিকভাবে দুর্বলদের কেনাকাটায় সহায়তার জন্য বিশেষ সময় বরাদ্দ করেছি। ১৬ মার্চ থেকে তাদের জন্য সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সুপারমার্কেট খোলা রাখা হচ্ছে। করোনা প্রতিষেধকের প্রথম ডোজ পরীক্ষা বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস প্রতিষেধকের পরীক্ষামূলক প্রথম ডোজ প্রয়োগ করা হয় জেনিফার হ্যালার নামে এক নারীর দেহে। সোমবার ৩৪ বছর বয়সী দুই সন্তানের জননী জেনিফার প্রথম এই টিকা নেন। প্রতিষেধক প্রয়োগের আগে বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাতকারে জেনিফার বলেন, ‘আমরা সবাই অসহায় বোধ করছি। এই ভ্যাকসিন পরীক্ষায় অংশনেয়া আমার জন্য কিছু করার একটা দারুণ সুযোগ।’ যুক্তরাষ্ট্রের সিয়াটলের কাইজার পারমানেন্টে গবেষণাকেন্দ্রে ৪৫ জন সুস্থ স্বেচ্ছাসেবীর দেহে এই টিকা প্রয়োগ করা হবে। এই টিকার উপাদান হলো, কোভিড-নাইনটিন ভাইরাসের একটি জেনেটিক কোড। আসল ভাইরাসটি থেকেই নকল করে তৈরি করা হয়। এই কপিটি বিপজ্জনক নয় এবং এটা মানবদেহে সংক্রমণ ঘটাতেও পারে না। বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যাকসিনটি বা এরকম যে আরও কয়েকটি টিকা এখন গবেষণার পর্যায় আছে। তাতে আদৌ কোন কাজ হবে কিনা তা জানতে আরও অনেক মাস পর্যন্ত সময় লেগে যাবে। -বিবিসি
×