ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের ওপর চাপ বাড়ানো উচিত ॥ মিলার

প্রকাশিত: ১৩:১৮, ১৭ মার্চ ২০২০

মিয়ানমারের ওপর চাপ বাড়ানো উচিত ॥ মিলার

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ বাড়ানো উচিত বলে মত দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এসে মার্কিন রাষ্ট্রদূত এই মত প্রকাশ করেন। খবর বিডিনিউজের। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির ওপর আরও চাপ সৃষ্টি করা উচিত বলে বৈঠকে মত প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।’ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।
×