ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ১৩:১৭, ১৭ মার্চ ২০২০

করোনা মোকাবেলায় ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

জনকণ্ঠ ডেস্ক ॥ মহামারী নোভেল করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাংক গ্রুপের ঘোষিত ১ হাজার ২০০ কোটি ডলারের বৈশ্বিক সহযোগিতার প্যাকেজ থেকে ১০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ। খবর বিডিনিউজের। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮৫০ কোটি টাকার এই অর্থ ঋণ না অনুদান হিসেবে নেয়া হবে তা এখনও ঠিক হয়নি বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী জানিয়েছেন। তিনি বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে পাঠানো বিশ্বব্যাংকের সদর দফতরের এক চিঠিতে বাংলাদেশের জন্য ১০ কোটি ডলারের প্যাকেজের কথা জানানো হয়েছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সদস্য দেশগুলোর জন্য গত ৩ মার্চ প্রাথমিকভাবে ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) ডলার সহযোগিতার ঘোষণা দেয় বিশ্বব্যাংক গ্রুপ। এই সহায়তা ঋণ না অনুদান হিসেবে আসবে চাইলে শাহাবুদ্দিন বলেন, ‘এখনও তা জানানো হয়নি। তবে আমরা বিশ্বব্যাংক কর্তৃপক্ষের কাছে এটা অনুদান হিসেবে দেয়ার জন্য অনুরোধ জানাব।’
×