ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিসার মেয়াদ ৩ মাস বাড়াতে পারবে বিদেশীরা ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৩:১৬, ১৭ মার্চ ২০২০

ভিসার মেয়াদ ৩ মাস বাড়াতে পারবে বিদেশীরা ॥ পররাষ্ট্রমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিমান চলাচল বন্ধের মধ্যে বাংলাদেশে থাকা বিদেশীরা চাইলে ভিসার মেয়াদ তিন মাস বাড়াতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। সোমবার সন্ধ্যায় ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘যেসব বিদেশী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে এবং তারা যদি তাদের থাকার মেয়াদ বাড়াতে চান, তাহলে প্রয়োজন বোধে তাদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হবে।’ খবর বিডিনিউজের। যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে ৩১ মার্চ পর্যন্ত আগমন বন্ধ করার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনৈতিক পাসপোর্ট এবং বিদেশী সংস্থার ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। বাংলাদেশ থেকে কেউ চাইলে ইউরোপে যেতে পারবে।’ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনাভাইরাস নিয়ে কূটনীতিকদের ব্রিফিংয়ে বিভিন্ন বিষয়ে উদ্বেগের কথা জানান বিদেশী কূটনীতিকরা। এক্ষেত্রে বাংলাদেশে থাকা বিদেশীদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন মোমেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমানও কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন, চীনা রাষ্ট্রদূত লি জিমিং, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো, জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টজ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টিরিংক, নেপালের রাষ্ট্রদূত ড. বানশিধর মিশ্র, যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত জোয়ান ওয়াগনার এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
×