ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেনে নিলেন মাঞ্জরেকার

প্রকাশিত: ১২:০৪, ১৭ মার্চ ২০২০

মেনে নিলেন মাঞ্জরেকার

স্পোর্টস রিপোর্টার ॥ বিসিসিআই ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই হয়েছেন সঞ্জয় মাঞ্জরেকার। তবে চাকরি গেলেও ভেঙে পড়েননি ভারতের সাবেক ব্যাটসম্যান। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন নির্দ্বিধায়। সম্প্রতি মুম্বাই মিরর বিসিসিআইয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মাঞ্জরেকারের ছাঁটাইয়ের খবর জানায়, ‘হয়তো আইপিএল প্যানেলেও দেখা যাবে না তাকে। আমরা এখন এটা নিয়ে ভাবছি না। তবে বিষয়টা হলো, তার কাজে খুশি নয় বোর্ড।’ একজন পেশাদার হিসেবে বোর্ডের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে টুইট করেছেন মাঞ্জরেকার, ‘ধারাভাষ্যকে সব সময় একটা দারুণ অর্জন হিসেবে দেখেছি, কিন্তু কখনও অধিকার বলে মনে করিনি। আমাকে যারা চাকরি দিয়েছে তাদের ওপরই নির্ভর করে তারা আমাকে রাখবে কি রাখবে না। আমি সব সময় তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’ বিসিসিআই যে তার কাজে সন্তুষ্ট নয় সেটা স্বীকার করেছেন সাবেক ডানহাতি ব্যাটসম্যান, ‘হয়তো সম্প্রতি আমার কাজে বিসিসিআই খুশি নয়। আমি একজন পেশাদার হিসেবে সেটা মেনে নিচ্ছি।’ কয়েক বছর ধরে ভারতের হোম ম্যাচে ধারাভাষ্য কক্ষের নিয়মিত মুখ মাঞ্জরেকার। সর্বশেষ ভারত ও দক্ষিণ আফ্রিকার বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ওয়ানডেতে ধর্মশালায় দেখা যায়নি তাকে। যদিও প্যানেলের অন্য ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার, লক্ষ্মণ শিবরামকৃষ্ণান ও মুরালি কার্তিক ভেন্যুতে ছিলেন।
×