ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ড স্থগিত

প্রকাশিত: ১২:০৩, ১৭ মার্চ ২০২০

প্রিমিয়ার ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ড স্থগিত

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ^ব্যাপীই নোভেল করোনাভাইরাসের সংক্রমণে সব ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে গেছে। তবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ (ডিপিএল) চলছিল। কিন্তু সোমবার প্রথম রাউন্ডের শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আপাতত দ্বিতীয় রাউন্ড স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে। সেখানে বলা হয়েছে, পরবর্তীতে বিসিবি সূচী পুনর্নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। মূলত বিকেলেই সরকারের পক্ষ থেকে ১৭ মার্চ (আজ) থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের খেলাধুলা স্থগিতের সিদ্ধান্ত নেয়। সব ফেডারেশনকে নিয়ে সোমবার যুব মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সেখান থেকে পরামর্শ দেয়া হয় সব খেলা স্থগিত করার। এরপরই বিসিবি শুধু দ্বিতীয় রাউন্ড স্থগিতের সিদ্ধান্ত জানাল। ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চাইছে এই রাউন্ডটি ২০ ও ২১ মার্চ আয়োজনের। ইতোমধ্যে তারা বিষয়টি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও জানিয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারী সিদ্ধান্তের ওপর। প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় আটকে গেছে পুরো বিশ্ব। সারাবিশে^ই বিভিন্ন ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়েছে। এমনকি আন্তর্জাতিক পর্যায়ের সব খেলাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। সোমবার স্থগিত করা হয়েছে এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফরও। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি২০ ম্যাচও অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু চালিয়ে যাওয়া হচ্ছিল বঙ্গবন্ধু ডিপিএল। সোমবার দুপুরে এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, সব ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়ের সঙ্গে আলোচনার পর ডিপিএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই হয়েছে এবং সরকার থেকে নির্দেশনা আসলে এটি স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সোমবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভায় দেশের অভ্যন্তরে সব ধরনের খেলা স্থগিতের সিদ্ধান্ত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার বক্তব্যে বলেন, ‘৩১ মার্চ পর্যন্ত সব ধরনের খেলাধুলা ও টুর্নামেন্ট স্থগিত থাকবে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মন্ত্রিসভার বৈঠকে এক মন্ত্রী ক্রিকেট, ফুটবল টুর্নামেন্টের বিষয়টি উত্থাপন করেছিলেন, তখন প্রধানমন্ত্রী বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তাই আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ঘরোয়া খেলা আপাতত বন্ধ রাখবেন। এছাড়া আন্তর্জাতিক কোন ইভেন্ট যদি থাকে, সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ করব। ক্রিকেট খেলায় বল করার সময় বল সুইং করানোর জন্য মুখের লালা ব্যবহার করা হয়, যা স্বাস্থ্য ঝুঁকি। তাই আপাতত সব খেলা বন্ধ রাখাই ভাল।’ তবে মন্ত্রণালয়ের এই ঘোষণার পরও চলমান বঙ্গবন্ধু ডিপিএল ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি বিসিবি। আগামী ১৮ ও ১৯ মার্চ দ্বিতীয় রাউন্ডের যে ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সূচীতে আছে শুধু সেটাই আপাতত স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর সংশ্লিষ্টদের ডেকে পরিবর্তিত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তা জানিয়েছেন সিসিডিএম সদস্য সচিব আলী হোসেন, ‘আমরা ক্লাব সমূহের সঙ্গে কথা বলেছি। তারা কেউ লীগ স্থগিত রাখার পক্ষে নয়। তাছাড়া ক্রিকেটারদের রুটি-রুজির ব্যাপারও আছে। এভাবে লীগ শুরুতে স্থগিত হলে তারাও আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। মন্ত্রণালয়ের ঘোষণার পর বোর্ড সভাপতির সঙ্গে দেখা করেছি। তিনি পরবর্তী সিদ্ধান্তের আগে সময় চেয়েছেন। দ্বিতীয় রাউন্ডের খেলা সূচীতে আছে ১৮ এবং ১৯ মার্চ। এই রাউন্ডটি পিছিয়ে ২০ এবং ২১ মার্চ আয়োজনের কথা বলেছেন বোর্ড সভাপতি।’ বিসিবিও তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জেনে নিয়েই নতুন করে সূচী পুনর্নির্ধারণের এবং শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
×