ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিরোপা উৎসব নিয়ে শঙ্কা ভার্জিলের

প্রকাশিত: ১২:০২, ১৭ মার্চ ২০২০

শিরোপা উৎসব নিয়ে শঙ্কা ভার্জিলের

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান সময়ের বিশ্বসেরা ক্লাব লিভারপুল। অথচ ক্লাবটি এখন পর্যন্ত জিততে পারেনি ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা! তথ্যটা অনেকটা আঁতকে ওঠার মতো। আসলে ১৯৯২-৯৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগ নামকরণ হওয়ার পর এখনও আসরটির ট্রফি জিততে পারেনি দ্য রেডসরা। এর আগে ইপিএল হতো প্রথম বিভাগ নামে। সর্বশেষ এই আসরে লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে ১৯৮৯-৯০ মৌসুমে। এর দুই বছর পর ১৯৯২-৯৩ মৌসুম থেকে লীগ হয়ে আসছে বর্তমান ফরমেটে। কিন্তু সবমিলিয়ে গত ৩০ বছর ইংলিশ ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরের শিরোপা অধরা রয়ে গেছে লিভারপুলের কাছে। গত মৌসুমে কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত ম্যানসিটির চেয়ে ১ পয়েন্ট কম পেয়ে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। এবার তাই তিন দশকের খরা ঘোচাতে শুরু থেকেই মরিয়া দলটি। লক্ষ্যটাও প্রায় পূরণ হয়ে গেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে আপাতত বন্ধ আছে ইংলিশ প্রিমিয়ার লীগ। তা না হলে হয়ত এতদিনে শিরোপা উৎসব করতে পারতেন সালাহ, মানে, ফিরমিনো, ভার্জিলরা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে থাকাবস্থায় লীগ স্থগিত হয়েছে। এমন পরিস্থিতিতে খেলা আর মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন হবে লিভারপুলই। সেক্ষেত্রে উৎসবটা করা হবে না দ্য রেডসদের। আর এই বিষয়টা নিয়ে বেজায় মন খারাপ দলটির ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। এ বিষয়ে ভার্জিল বলেন, যদি আমাদের শূন্য স্টেডিয়ামে উৎসব করতে হয় তাহলে বিষয়টা হবে হতাশার। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে তেমন হওয়ার সম্ভাবনাই বেশি। ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে ২০১৮-১৯ মৌসুমে প্রফেশনাল ফুটবলার্স এ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ভার্জিল। লিভারপুলের জার্সিতে গত মৌসুমে তাক লাগানো পারফর্মেন্স প্রদর্শন করেন ২৯ বছর বয়সী এই সেন্টার ব্যাক। ইংলিশ প্রিমিয়ার লীগে দুর্দান্ত খেলা হল্যাল্ড অধিনায়ক অল্পের জন্য শিরোপা ছুঁতে পারেননি। রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। তবে ইপিএলে না হলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে চ্যাম্পিয়ন হয়ে আক্ষেপ ঘোচান। তবে ইপিএলের আক্ষেপটা এবার ঘোচাতে চলেছেন। ২০১৭ সালের ডিসেম্বরে একজন ডিফেন্ডারের জন্য রেকর্ড প্রায় সাড়ে আট কোটি ইউরো ট্রান্সফার ফিতে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই রক্ষণে লিভারপুলের প্রধান ভরসা হয়ে গেছেন ভার্জিল। দুর্দান্ত খেলে কোচ ক্লপের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাক লাগানো পারফর্মেন্সের পেছনে ‘নিজের খেলার সমালোচক নিজে’ বলে জানিয়েছেন ভার্জিল।
×