ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনগণ ট্যাক্সকে হয়রানি মনে করেন ॥ এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ০৯:১২, ১৭ মার্চ ২০২০

জনগণ ট্যাক্সকে হয়রানি মনে করেন ॥ এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ দেশের মানুষ ট্যাক্সকে হয়রানি মনে করেন। কিন্তু তাদের মাথায় এটা আসে না যে দেশ চালাতে অর্থের যোগান এই ট্যাক্সই। রবিবার সন্ধ্যায় ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর উদ্যোগে আইসিএবি অডিটরিয়ামে আয়োজিত ‘ইনকাম ট্যাস্ক পলিসি পেপার অন দ্য আপকামিং এ্যামেন্ডমেন্ট অব ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪’ শীর্ষক সেমিনারে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সেক্রেটারি এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম একথা বলেন। তিনি আরও বলেন, যতদিন ধরে ই-পেমেন্ট সিস্টেম চালু হবে না, ততদিন পর্যন্ত ট্রানজেকশন ট্র্যাক করা সম্ভব হবে না। তাই রাজস্ব আদায়ে সকল ক্ষেত্রে অটোমেশন সিস্টেম চালু হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। ¯েœহাশীষ মাহমুদ এ্যান্ড কোম্পানি চার্টার্ড এ্যাকাউন্টেন্টসের পার্টনার স্নেহাশীষ বড়ুয়া সেমিনারে ‘পলিসি পেপার ফর ফাইন্যান্স এ্যাক্ট ২০২০-২১’-এর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি অননুমোদিত বিদেশী এ্যাডভাইজরি ফার্মদের দেশের ট্যাক্স সম্পর্কীয় বিষয়গুলোতে হস্তক্ষেপের বিরুদ্ধে আইন প্রয়োগের দাবি জানান। তিনি বলেন, দেশের ট্যাক্স সম্পর্কীয় বিষয়গুলোতে যদি অননুমোদিত বিদেশী ট্যাক্স ফার্মগুলো হস্তক্ষেপ করে তবে দেশের ফার্মগুলো ঝরে পড়বে। এছাড়াও তিনি বলেন, দেশের কর্পোরেট ট্যাক্স রেট (সিআইটি) অন্যান্য প্রতিবেশী দেশগুলোর চাইতেও বেশি। এনবিআরের উচিত কর্পোরেট ট্যাক্স রেট কমিয়ে আনা। সরকারী রাজস্ব আয় বৃদ্ধিতে প্রাইভেট সেক্টরগুলো নিয়ে যথাযথ গবেষণা করে ট্যাক্স অব্যাহতির সিদ্ধান্ত নেয়ার অনুরোধ করেন তিনি। সেমিনারে আরও বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য নাহার ফেরদৌসী বেগম, হাওলাদার-ইউনুস এ্যান্ড কোম্পানির চার্টার্ড এ্যাকাউন্টেন্টস পার্টনার আল মারুফ খান, আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট হুমায়ুন কবির। করোনার কারণে দিনাজপুর বাণিজ্য মেলা বন্ধ ঘোষণা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিনাজপুর চেম্বার অব-কমার্সের আয়োজনে চলমান বাণিজ্যমেলা সোমবার সকাল থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর চেম্বার অব-কমার্সের সভাপতি সুজা-উর-রব চৌধুরী জানান, করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলা ও যে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি পরিহারের জন্য, দিনাজপুর শিল্প ও বাণিজ্যমেলা সোমবার সকাল থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পরিবেশ অনুকূলে এলে আবারও মেলার কার্যক্রম চালু হবে বলে জানান তিনি। মেলা কমিটির আহ্বায়ক ও দিনাজপুর চেম্বার অব-কর্মাসের পরিচালক মিজানুর রহমান পাটোয়ারী বলেন, জনগণের স্বার্থ ও কল্যাণের জন্য আমরা সজাগ রয়েছি। তাই জনস্বার্থে জনসমাগম এড়িয়ে চলার জন্য বাণিজ্যমেলা বন্ধ করা হয়েছে।
×