ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যৌথ বিনিয়োগ ছাড়াই বিদেশী ই-কমার্স প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে

প্রকাশিত: ০৯:১২, ১৭ মার্চ ২০২০

যৌথ বিনিয়োগ ছাড়াই বিদেশী ই-কমার্স প্রতিষ্ঠান ব্যবসা করতে পারবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগ ছাড়া কোন বিদেশী ই-কমার্স প্রতিষ্ঠান দেশে ব্যবসা পরিচালনা করতে পারবে না; এমন নীতি থেকে সরে এসেছে সরকার। এখন থেকে বিদেশী প্রতিষ্ঠান সরাসরি ই-কমার্স ব্যবসা পরিচালনা করতে পারবে। এ খাতের উদ্যোক্তারা বলছেন, এর মধ্য দিয়ে এই ব্যবসার পরিধি বাড়বে, বাড়বে কর্মসংস্থান। তথ্য-প্রযুক্তির প্রসারে যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশে ব্যবসা করছে ৭শ’র বেশি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। এসব ই-কর্মাস প্রতিষ্ঠানের অনেকগুলোই আবার বিদেশী ই-কম প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে ব্যবসা পরিচালনা করে আসছে। যার আর্থিক বাজারমূল্য প্রায় দেড় বিলিয়ন ডলার। ২০১৮ সালের জুলাইয়ে করা জাতীয় ডিজিটাল ই-কমার্স নীতিমালায় শর্ত ছিল, যৌথ বিনিয়োগ ছাড়া বিদেশী কোন প্রতিষ্ঠান দেশে ব্যবসা করতে পারবে না। তবে গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ শর্ত বাতিল করে সরকার। উন্মুক্ত করে দেয়া হয় এখাতে বিদেশী বিনিয়োগের পথ। খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নীতির কারণে ই-কমার্স খাতে বিদেশী বিনিয়োগ যেমন বাড়বে তেমনি চ্যালেঞ্জের মুখে পড়বেন এখাতের ছোট-উদ্যোক্তারা। এ প্রসঙ্গে ই-কমার্স এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ বলেন, বিদেশী বিনিয়োগ আসলে দেশীয় বিনিয়োগও বাড়বে। তবে প্রতিযোগিতায় একটু সমস্যা হতে পারে। তারা বলছেন, এর ফলে যে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে, এতে নতুন উদ্যোক্তারা তাদের পণ্য বড় বড় প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেয়ার সহজ সুযোগ পাবেন। দারাজের চীফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন বলেন, যত নতুন বিনিয়োগ আসবে ততই ভাল। ২০২৩ সালের মধ্যে ই-কমার্স খাতের অর্থনীতির আকার ৩ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা।
×