ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে স্মরণকালের দ্বিতীয় সর্বোচ্চ দরপতন

প্রকাশিত: ০৯:১০, ১৭ মার্চ ২০২০

শেয়ারবাজারে স্মরণকালের দ্বিতীয় সর্বোচ্চ দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার স্মরণকালের দ্বিতীয় বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১৯৬ পয়েন্ট বা ৪ শতাংশ। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রায় ৯৪ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিকে ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আগেরদিনের পতনের ধাক্কা কাটিয়ে দিনটিতে সূচকের মাঝারি উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশের স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। করোনা আতঙ্কে দিশেহারা অনেক বিনিয়োগকারী লোকসানে শেয়ার বিক্রি করে দেন। ফলে তরতর করে নিচে নামতে থাকে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এতে দিনের লেনদেন শেষে মূল্য সূচকে বড় ধস হয়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শেয়ারবাজার। তবে আশঙ্কাজনক হারে দর কমলেও ক্রেতার সংখ্যা ছিল। যার কারণে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। প্রসঙ্গত, সম্প্রতি করোনাভাইরাস আতঙ্কে বিশ্ব পুঁজিবাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের পুঁজিবাজারেও ব্যাপক দরপতন হচ্ছে। যা বিগত আট বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন। গত ৯ মার্চ স্বরণকালের সবচেয়ে বড় দরপতন হয় পুঁজিবাজারে। ওইদিন ডিএসই প্রধান সূচক ২৮০ পয়েন্ট নিচে নেমে যায়। তারপর দুইদিন সূচকের উত্থান হলেও তা স্থায়ী হয়নি। বাজারের এমন রুগ্ন দশায় সরকারের নীতি নির্ধারক মহল এবং বাজার সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরমার্শ দিচ্ছে। তবে বিনিয়োগকারীরা কোনভাবেই আস্থা রাখতে পারছে না বাজারের ওপর। ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ১৯৬ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএক্স সূচকটি ৫২ দশমিক ৩৪ পয়েন্ট বা ৫ শতাংশ কমে ৮৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৫ শতাংশ বা ৬৮ পয়েন্ট কমে এক হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৪০৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৩২ কোটি ৯৪ লাখ টাকা বেশি। রবিবারের লেনদেনের পরিমাণ ছিল ৩৭৩ কোটি ৬৯ লাখ টাকা। ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৩৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৭৬ পয়েন্টে। সিএসইতে টাকার অঙ্কে ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×