ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলকাতার ‘বাংলাদেশী পাড়া’ জনশূন্য

প্রকাশিত: ০৭:৪৭, ১৭ মার্চ ২০২০

কলকাতার ‘বাংলাদেশী পাড়া’ জনশূন্য

কলকাতার নিউমার্কেট সংলগ্ন মারকুইজ স্ট্রিট, ফ্রি-স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, স্টুয়ার্ট লেন, টোটি লেন, হার্টফোর্ট লেনগুলো একপ্রকার জনশূন্য হয়ে পড়েছে। এই অঞ্চলের হোটেল ও গেস্ট হাউসগুলোতে সব সময় গিজ গিজ করত বাংলাদেশীসহ অন্যান্য দেশের পর্যটকের আনাগোনায়। বাংলাদেশী পাড়া বলে পরিচিত নিউমার্কেটের এই এলাকায় আগে যেখানে একজন বাংলাদেশীদের দেখা পাওয়া যেতো শনিবার সেখানে কোন বাংলাদেশীর দেখা পাওয়া যায়নি। সামান্য যে কয়েকজন ছিলেন তারা শনিবার সকালেই হোটেল ছেড়ে স্বদেশের পথে রওনা দিয়েছেন। অনেকেই চিকিৎসার জন্য এলেও তা অসম্পূর্ণ রেখেই ফিরে গিয়েছেন বলে বিভিন্ন গেস্ট হাউস সূত্রে জানা গেছে। আগামী এক মাস বিদেশীদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় হোটেল ও রেস্তরাঁ মালিকদের মাথায় হাত পড়েছে। আগামী ৪৫ দিন পর্যন্ত সব বুকিং বাতিল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সদর স্ট্রিটের একটি হোটেলের ম্যানেজার। পর্যটক সংশ্লিষ্ট সব ব্যবসায়ীদের মুখ এখন ভার। -আনন্দবাজার পত্রিকা
×