ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় রানীর প্রাসাদ ছাড়ার জল্পনা

প্রকাশিত: ০৭:৪৭, ১৭ মার্চ ২০২০

  করোনায় রানীর প্রাসাদ ছাড়ার জল্পনা

করোনাভাইরাসের জেরে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ বাকিংহাম প্যালেস ছেড়েছেন বলে জল্পনা শুরু হয়েছে। আলাদা করে রাখার জন্য উইনসর ক্যাসলে স্থানান্তরিত করা হয়েছে তাদের। করোনার প্রভাবে ব্রিটেনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১-এ। সংক্রমিত হয়েছেন ১১৪০ জনেরও বেশি। এই পরিস্থিতিতে ৭০ বছরের বেশি বয়সীদের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বয়স্কদের পুরোপুরি আইসোলেশনে রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। এক্ষেত্রে বয়স্কদের আগামী চার মাস পর্যন্ত বাড়ি থেকে বেরোতে নিষেধ করতে পারে সরকার। বর্তমান প্রজন্মের কাছে করোনাভাইরাস সবচেয়ে বড় জনস্বাস্থ্য বিপর্যয় বলেও উল্লেখ করেছেন তিনি। -এক্সপ্রেস ইউকে
×