ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে সব সরকারী কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ০৭:৪৬, ১৭ মার্চ ২০২০

 সৌদি আরবে সব সরকারী কার্যক্রম বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সৌদি আরব সব সরকারী দফতরের কার্যক্রম স্থগিত করে দিয়েছে আর সরকারী কর্মকর্তাদের ১৬ দিনের জন্য নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দিয়েছে। তবে যারা স্বাস্থ্য, সুরক্ষা আর সামরিক বাহিনীতে আছে তাদের ওপর এই নির্দেশ কার্যকর হবে না। এর আগে সৌদি আরব রাজ্যের সব শপিংমল, মার্কেট, পার্ক, রেস্টুরেন্ট, কফি শপ বন্ধ করার ঘোষণা দেয়। শুধু ফার্মেসি আর খাবারের দোকান খোলা রাখার অনুমতি দেয়। দেশের বাইরে থেকে আশা বিভিন্ন কোম্পানিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়। এছাড়া সমুদ্র তীরে আর পার্কে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে সৌদি সরকার। রবিবার এক ভিডিও বার্তায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া সবাইকে সতর্ক থাকতে বলেছেন আর আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। এদিকে নতুন করে ১৫ জন আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে, এই নিয়ে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১১৮। এদের মধ্যে একজন ফিলিপিন্সে আর ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছে যারা রাজধানী রিয়াদে কোয়ারেন্টাইনে আছেন। -আরব নিউজ
×