ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে সব স্কুল ১৬ এপ্রিল পর্যন্ত বন্ধ

শাট ডাউনের পথে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৭:৪৫, ১৭ মার্চ ২০২০

শাট ডাউনের পথে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ঠেকাতে রবিবার থেকে অনেক সরকারী কর্মকান্ড কাটছাট করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা এরই মধ্যে ৫০-এর বেশি লোক সমাগম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, শীঘ্রই ১৪ দিনের জাতীয় শাট ডাউন প্রয়োজন হতে পারে। এপি ও সিএনএন। করোনা নিয়ে উৎকণ্ঠা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শহরের স্কুল, শপিংমল ও বার বন্ধ করে দেয়া হয়েছে। অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ায় ফেডারেল রিজার্ভ এরই মধ্যে সুদের হার রেকর্ড পরিমাণ কমিয়ে প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এখনও এটি দেখানোর চেষ্টা করছে যে পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আছে। তবে অবস্থা দেখলে মনে হয় সরকার শাট ডাউনে যেতে পারে। নিউইয়র্ক সিটির সব স্কুল সোমবার থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও রবিবার এ কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি খুবই উদ্বেগজনক। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক সিটিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং এতে আক্রান্ত হয়েছে ৩২৯ জন। এ পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডি ব্লাজিও বলেন, করোনার প্রাদুর্ভাবে স্কুলগুলো বন্ধ রাখার ব্যাপারে তাকে শিক্ষক ও অভিভাবকদের মুখোমুখি হতে হয়েছিল এবং এর আগে তিনি স্কুলগুলো বন্ধ রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে এখন বন্ধ রাখার সিদ্ধান্ত না নিয়ে তার কোন উপায় ছিল না বলে জানান তিনি। নিউইয়র্কে এখন পর্যন্ত ৫২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৫৭ জন এবং এতে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনা সংক্রমণ রোধে ৫ শতাধিক মানুষের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদ শনিবার করোনা সহায়তা প্যাকেজ-সংক্রান্ত একটি বিল পাস করে। বিলের মাধ্যমে বেকারদের অর্থ সহায়তা এবং বিনামূল্যে খাবার দেয়া হবে। ফলে দেশটির নিম্ন আয়ের ৩ কোটি ২০ লাখ মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবেন। বিলটিতে স্কুল, ক্রীড়া এবং অফিসগুলো মহামারীটির অর্থনৈতিক ক্ষতি সীমিত করার জন্য বিনামূল্যে পরীক্ষা এবং অসুস্থতার ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। গত সপ্তাহে কংগ্রেসে তুমুল বিতর্কের পর ভাইরাসটির প্রতিষেধক তৈরিসহ করোনা মোকাবেলায় অন্যান্য পদক্ষেপ নেয়ার জন্য ৮৩০ কোটি ডলারের একটি তহবিল ছাড় দেয়। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করে কেন্দ্রীয় তহবিল থেকে ৫ হাজার কোটি তহবিল বরাদ্দ করেন। করোনাভাইরাস আক্রান্তও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১ লাখ ৬৯ হাজার ২৬১ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৯৯ জনের। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় কয়েক দিন আগে প্রাণঘাতী করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে চীনের পর করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে করোনায় একদিনে আরও ৩৬৮ জন মারা গেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সীমান্ত বন্ধ করাসহ নানা পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রিয়া সোমবার থেকে পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করছে। এদিকে ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সও এ নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, করোনাভাইরাস স্ক্রীনিংয়ের পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হবে ১৬ মার্চ থেকে সমুদ্র উপকূলীয় এলাকায়। সরকারী ও বেসরকারী অংশীদারিত্বের ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হবে। গুগল এ সংক্রান্ত একটি বিশেষ ওয়েবসাইট খোলারও পরিকল্পনা করেছে। করোনাভাইরাস বা কোভিড-১৯’র লক্ষণ, ঝুঁকি ও ভাইরাস পরীক্ষার তথ্যসহ আক্রান্ত রোগী ও সম্ভাব্য ব্যক্তিদের যাবতীয় সব ধরনের তথ্য ও সেবা এ সাইটের মাধ্যমে দেয়া হবে।
×