ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউরোপ থেকে প্লেন আসা বন্ধ হচ্ছে আজ দুপুর থেকে

প্রকাশিত: ১২:৫২, ১৬ মার্চ ২০২০

ইউরোপ থেকে প্লেন আসা বন্ধ হচ্ছে আজ দুপুর থেকে

স্টাফ রিপোর্টার ॥ করোনা কান্ডে ব্রিটেন ছাড়া ইউরোপের বাকি সব দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল বন্ধ হচ্ছে আজ সোমবার দুপুরে। দুপুর ১২টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপের দেশ থেকে যাত্রী আনতে পারবে না কোন এয়ারলাইন্স। যদি কোন এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই সেই যাত্রীকে ফেরত পাঠাতে হবে। রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান। এদিকে করোনার প্রভাবে ফ্লাইট কমে গেছে বলেও জানান মফিদুর রহমান। তিনি বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেক ফ্লাইট কমে গেছে। এ কারণে দিনে প্রায় ৩৫ লাখ টাকা কম রাজস্ব আয় হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর মোঃ খালিদ হোসেন, সদস্য (এটিএম) গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড এ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোঃ জিয়াউল কবীর। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়- রবিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকায় অপারেট করা সব বিদেশী এয়ারলাইন্সকে জরুরী এ বার্তা পাঠানো হয়েছে। একইসঙ্গে অন-এ্যারাইভাল ভিসা ইস্যুও বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে ইউরোপের সঙ্গে পণ্যবাহী কার্গো বা কুরিয়ার পরিবহন চালু থাকবে। এ সময় মফিদুর রহমান বলেন, ইতোমধ্যে প্রতিদিন প্রায় ঢাকায় অর্ধেক ফ্লাইট কমে গেছে। আজ থেকে সেটা আরও কমে বাড়তে পারে। তবে বাহরাইনের গালফ এয়ার লাইন্স তাদের ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে। করোনা নেই কারোর ॥ আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে ইতালি থেকে আসা মোট ২১০ জনের কারও দেহে করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি। শনিবার মধ্য রাতে ও রবিবার সকালে ইতালি থেকে ফিরে আসা মোট ২১০ জনের দিনভর জ্বর মাপাসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ রবিবার রাত সাড়ে ৯টায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, যেহেতু স্বাস্থ্য পরীক্ষায় তাদের কারও দেহে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ও উপসর্গ দেখা যায়নি তাই তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং বাড়িতে ১৪ দিন তাদের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি স্থানীয় প্রশাসন তদারকি করবে। তবে কখন তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
×