ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে জেনারেটর বিস্ফোরণে বনবিভাগের অফিস ভস্মীভূত

প্রকাশিত: ১২:১২, ১৬ মার্চ ২০২০

 রাঙ্গামাটিতে জেনারেটর  বিস্ফোরণে বনবিভাগের অফিস ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৫ মার্চ ॥ রাঙ্গামাটিতে অবস্থিত পাবর্ত্যচট্টগ্রাম অঞ্চলের ৪টি প্রধানের কার্যালয় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সকাল সাড়ে ৯টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাঙ্গামাটি শহরের প্রাণ কেন্দ্র বনরূপায় অবস্থিত দক্ষিণ বন বিভাগ, উত্তর বনবিভাগ, ঝুম নিয়ন্ত্রণ বনবিভাগ ও অশ্রেণীভুক্ত বন বিভাগের প্রধান কার্যালয় রহস্যজনকভাবে অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির পর রবিবার সকালে অফিসে আসেন কর্মকর্তা কর্মচারীরা। সকালে বিদ্যুত না থাকায় জেনারেটর দিয়ে বিদ্যুত সরবরাহ চালু করে প্রতিষ্ঠানের কর্মচারীরা। এর কিছুক্ষণ পরে জেনারেটরটি যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট আগুন অফিস ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। ফলে চারটি বনবিভাগের বিভাগীয় অফিস পুড়ে ছাই হয়ে গেছে। জেনারেটর রুমের আগুন হঠাৎ করে কিভাবে ৪টি অফিস রুমে ছড়িয়ে পড়েছে তা রহস্য জনক। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্টসহ স্থানীয়রা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অফিস ভবনগুলোর প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার বিষয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপ-পরিচালক রতন কুমার নাথ সঙ্গে মোবাইলে কথা বললে তিনি জানান কোথায় থেকে আগুনের সূত্রপাত্র এখনও বলা যাচ্ছে না। এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর বলা যাবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুর জামান শাহ্ জানান, অগ্নিকান্ডে বন বিভাগের প্রায় সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বাগেরহাটে দুই ঘর স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, রামপালে অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। রবিবার ভোরে উপজেলার হুড়কা দক্ষিণপাড়া গ্রামের অরুপ মন্ডল (মানিক) ও স্কুল শিক্ষিকা নিপুণা মন্ডলের বসত বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। এতে দুই পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অরুপ মন্ডল জানান, রাতে ঘুমিয়ে ছিলাম। কিভাবে আগুন ধরেছে জানি না। আগুন যখন আমাদের ঘুমানোর কক্ষ পর্যন্ত আসলে আমরা টের পাই। কোন মতে ঘর থেকে বের হয়ে জীবন বাঁচিয়েছি। তবে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান কাগজপত্র ও লেখাপড়ার সার্টিফিকেট সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে জানা যায় কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। আপতত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু সহযোগিতা করা হয়েছে। শিবচর বাজার নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, শিবচর বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে আপন দুই ভাইয়ের ২টি কসমেটিক্স এর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই দোকানের মালামাল পুড়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। জানা গেছে, শনিবার রাতে জেলার শিবচর পৌর বাজারের সোরহাব খান এর কসমেটিক্স এর দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়লে পাশেই তার ছোট ভাই জাহাঙ্গীর খানের দোকানে আগুন ধরে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
×