ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নদী বাঁচাতে শিক্ষকের ব্যতিক্রমী প্রচার

প্রকাশিত: ১২:১০, ১৬ মার্চ ২০২০

 নদী বাঁচাতে শিক্ষকের ব্যতিক্রমী  প্রচার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৫ মার্চ ॥ নদীমাতৃক দেশ বাংলাদেশ, নদী বাংলাদেশের প্রাণ। সেই নদীর গুরুত্ব অনুধাবন করে নদী বাঁচাতে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়নের শিক্ষক নুরুল ইসলাম (ফরিদপুরবাসীর প্রিয় নুরুল স্যার)। প্রতি মাসে একটি ভাল কাজ করার সেই নুরুল স্যার রবিবার সকালে ফরিদপুরের পদ্মাপাড়ে ‘দয়া করে নদীতে কেউ প্লাস্টিক বর্জ্য ফেলবেন না, নদী না বাঁচলে আমরা বাঁচব না, নদী বাঁচলে আমরা বাঁচব’ এই স্লোগান সংবলিত দুটি স্থায়ী বিলবোর্ড স্থাপন করেছেন। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও নদীর দূষণ রক্ষার্থে তিনি ফরিদপুরের ধলার মোড় পদ্মানদীর পাড়ে ও ভাজনডাঙ্গা ভুঁইয়াবাড়ীর ঘাট পদ্মানদীর পাড়ে মোট দুটি বিলবোর্ড স্থাপন করেছেন। এ বিষয়ে শিক্ষক নুরুল ইসলাম জানান, এদেশের নদ-নদী মিশে আছে আমাদের প্রাণের সঙ্গে। তাই যেকোন মূল্যে নদীর অস্তিত্ব ধরে রাখতে হবে। পলিথিন-প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য অবাধে ফেলা হচ্ছে নদীতে। বিল বোর্ড স্থাপনের মাধ্যমে জনগণকে সচেতন করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে নদীতে প্লাস্টিক জাতীয় অপচনশীল বর্জ্য কেউ না ফেলে। শুধু সরকারী এবং বেসরকারী প্রচেষ্টা অব্যাহত থাকলেই হবে না সাধারণ জনগণকেও নদী রক্ষায় সচেতন ও সোচ্চার হতে হবে। দেশকে বাঁচাতে হলে এর কোন বিকল্প নেই। শিক্ষক নুরুল ইসলাম আরও জানান, এবছর সকল ভাল কাজ মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশে উৎসর্গ করেছি। রবিবার বিউটিফুল ফরিদপুরের ব্যানারে সচেতনতামূলক এই বিলবোর্ড স্থাপনকালে তার ছাত্র অরিন্দম ঘোষ, লাহিন মুনকার, ফারহাতুল ইসলামসহ গণমাধ্যম কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শিক্ষক নুরুল ইসলাম ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ফকির আব্দুর রহমানের ছেলে।
×