ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ভার্সিটি সামার টার্মের ওরিয়েন্টেশন

প্রকাশিত: ১২:০৭, ১৬ মার্চ ২০২০

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান কৃষি ভার্সিটি  সামার টার্মের  ওরিয়েন্টেশন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সামার ’২০ টার্মে ভর্তিকৃত বিএস (কৃষি/ফিশারিজ/কৃষি অর্থনীতি), ডিভিএম, এবং এমএস ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান রবিবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দিন মিয়া। ভাইস-চ্যান্সেলর নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, কঠিন অধ্যাবসায়, নিয়মানুবর্তিতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে পরিবারের পাশাপাশি দেশ ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে হবে। -বিজ্ঞপ্তি
×