ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

প্রকাশিত: ১২:০৬, ১৬ মার্চ ২০২০

 নওগাঁয় যৌতুকের  জন্য গৃহবধূকে  নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ মার্চ ॥ নওগাঁয় যৌতুকের জন্য এক গৃহবধূকে স্বামীর বাড়িতে মারাত্মক শারীরিক নির্যাতন চালানো হয়েছে। নির্যাতিতার মা তার মেয়েকে স্বামীর বাড়ি থেকে চিকিৎসার জন্য উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয়ে থানায় অভিযোগ করলে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃত গৃহবধূর শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জানা গেছে, নওগাঁ সদর উপজেলার মখরপুর গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা সমাপ্তির সঙ্গে এখন থেকে ১২ বছর পূর্বে আরজী নওগাঁ ডাঙ্গাপাড়া মহল্লার সফির উদ্দিন সরদারের পুত্র সোহেল রানা সরদারের বিয়ে হয়। এরইমধ্যে তাদের একটি পুত্র সন্তান জন্ম লাভ করে। যার বয়স এখন ৭ বছর। বিয়ের পর থেকে উক্ত সোহেল রানা তার পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় সাড়ে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। কিন্তু সমাপ্তির অসহায় মা’র নিকট থেকে যৌতুক এনে দিতে রাজি হয় না। যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সমাপ্তিকে মারপিট সহ্য করতে হয়। সর্বশেষ গত ১৩ মার্চ রাত ৯টায় আবার সাড়ে ৩ লাখ টাকা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে। সে যথারীতি আবারও অস্বীকৃতি জানালে তার ওপর নেমে আসে অস্বাভাবিক নির্যাতন। এতে মারাত্মক যখম অবস্থায় সমাপ্তি তার মাকে মোবাইল ফোনে খবর দেয়। সংবাদ পেয়ে রাতেই মা সাজু বেগম খোকন হোসেন নামে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে মারাত্মক অসুস্থ অবস্থায় দেখতে পান। চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে হাসপাতালে যেতে চাইলে স্বামী সোহেল রানা ও তার পরিবারের সদস্যরা আসতে না দিয়ে আটকে রাখে। সমাপ্তির মা সাজু বেগম জানান, আমার মেয়েকে বিয়ের পর থেকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। আমার জামাই দেশের বাইরে থাকে। সেখান থেকে ছুটিতে এসে এবারে এই অমানসিক নির্যাতন করেছে। আমি আমার মেয়েকে চিকিৎসা করার জন্য নিয়ে আসতে চাইলে তারা আসতে দেয়নি। পরে থানা পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করাই। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
×