ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

ছাত্র-শিক্ষকসহ নিহত চার

প্রকাশিত: ১২:০৬, ১৬ মার্চ ২০২০

ছাত্র-শিক্ষকসহ নিহত চার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনসহ মোট চার মাদ্রাসার ছাত্র শিক্ষক নিহত ও ১৫ জন হয়েছে। নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি মাদ্রাসার শিক্ষক খালেদ মাহমুদ (২৭), মাদ্রাসার ছাত্র নেত্রকোনা জেলার ইমরান হাসান (১৬), ময়মনসিংহের ইয়াসিন আরাফাত (১৫) ও একই মাদ্রাসার ছাত্র ইলিয়াস (১৬)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ময়মনসিংহের বেগুনবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীরা নওগাঁয় অনুষ্ঠান শেষে রবিবার সকালে ময়মনসিংহে ফেরার পথে সেতুর পশ্চিম মহাসড়কে তালুকদার বাজারে পৌঁছলে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক খালেদের মৃত্যু হয়। এছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেয়ার পথে ইলিয়াসের মৃত্যু হয়। আশুলিয়ায় বিক্রয় প্রতিনিধি সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়ায় এ্যাম্বুলেন্সের চাপায় ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে আশুলিয়া থানাধীন নিশ্চিন্তপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এ্যাম্বুলেন্সটির চালক পালিয়ে গেলেও এর হেলপারকে আটক করেছে পুলিশ। নিহত ইসমাইল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভাতুরিয়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে। তিনি নিশ্চিন্তপুর এলাকায় আল-মদিনা নামে একটি বেকারির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। জানা গেছে, এদিন সকালে ইসমাইল বেকারির খাদ্যদ্রব্য বিক্রির জন্য নিশ্চিন্তপুর বাসস্ট্যান্ডে আসে। এ সময় পেছন দিক থেকে নারী ও শিশুস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের একটি এ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজশাহীতে চালকসহ দুই স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে তানোর উপজেলায় একজন ও শনিবার রাতে নগরীর উপকণ্ঠ কাঁটাকালি এলাকায় আরেকজনের মৃত্যু হয়। রবিবার দুপুরে তানোর উপজেলার মুন্ডুমালা-তানোর সড়কের বুড়াবুড়িতলায় বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম রেজাউল করিম (৪৬)। তিনি উপজেলার সমাসপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। রেজাউল করিম পেশায় ধান ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনার পরেই যাত্রীবাহী বাসসহ চালককে আটক করেছে পুলিশ। তানোর থানা ওসি রাকিবুল হাসান বলেন, দুপুরে মুন্ডুমালা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাস বুড়াবুড়িতলা নামক স্থানে মোটরসাইকেলে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই বাইক চালক রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় বাসচালক তালাস মাহমুদ এবং বাসটি আটক করা হয়েছে। এর আগে শনিবার রাতে নগরের মতিহার থানার চৌদ্দপাই এলাকায় বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জে পথচারী নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজার এলাকায় রবিবার ইট বোঝাই পাওয়ার ট্রলির চাপায় মকবুল হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি ইট বোঝাই পাওয়ার ট্রলি দ্রতগতিতে আমতলী বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় গোবিন্দগঞ্জ-ত্রিমোহিনী সড়কে পথচারী মকবুল হোসেনকে চাপা দিলে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত মকবুল হোসেন উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের দরগাপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে। টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তি নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, রবিবার টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিলমুন বাজার এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাতনামা (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এলাকাবাসী ও টঙ্গী থানার মুখপাত্র জাহিদুল ইসলাম জানান, ভোরে নিহত ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিলমুন বাজার এলাকার রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে নিহতের লাশ থানায় নিয়ে আসে। বাগেরহাটে আহত দুইজনের মৃত্যু স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ফকিরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শনিবার রাতে ও রবিবার সকালে আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় ৮ জন নিহত হন। নিহতরা হলেন মঠবাড়িয়ার লিয়াকত হোসেনের চারমাসের শিশু কন্যা রাফিজা খাতুন, মাদারীপুরের গাছিয়া এলাকার জগদীশ হালদারের পুত্র অপূর্ব হালদার (৩৫), মাদারীপুরের আব্বাস উদ্দিন (৪৫), খুলনা সাচিবুনিয়ার শিরু মিয়ার স্ত্রী রুমি আক্তার (৩৫), বরগুনার তালতলা নিশানবাড়িয়া গ্রামের সগীর খানের স্ত্রী হামিদা বেগম (৩০), কুষ্টিয়ার বটতলা গ্রামের বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান (২২), দাকোপের ধোপাদী গ্রামের চিত্তরঞ্জন গাইনের স্ত্রী শোভা রানী গাইন (৪৮) ও পাটকেলঘাটার কুমিরা গ্রামের দুলাল দাশের কন্যা পার্বতী দাশ (৩৫)। পরিচয় পাওয়া নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শনিবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা নামক স্থানে রড বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মারা যায় ৮ যাত্রী। আহত হন আরও ২৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মির্জাপুরে সাবেক ব্যাংক কর্মকর্তা নিজস্ব সংবাদদাতা মির্জাপুর থেকে জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ারুল করিম আজাদ নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) পুষ্টকামারী নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। নিহত ব্যাংক কর্মকর্তার বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামে। সে গত বছর অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখা হতে অবসরে যান। রবিবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেলে সদরে আসছিলেন। পথে মহাসড়কের ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয় বলে নিহতের আত্মীয়রা জানিয়েছেন। নোয়াখালীতে কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, কোম্পানীগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে আরমান হোসেন (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার রামপুর ইউনিয়নের বাঞ্ছনারাম গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে এবং নোয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থী ছিল। রবিবার দুপুর পৌনে একটার দিকে বসুরহাট টু চাপরাশিরহাট সড়কের বসুরহাট পৌরসভার হাসপাতাল গেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী নিহতের মামা সোহেল জানান, সে মোটরসাইকেল নিয়ে নানার বাড়িতে ঘুরতে আসে বেলা ১১টার দিকে। পরে নানার বাড়ি থেকে যাওয়ার পথে নানার বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
×