ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বান্দরবানে হাম রোগে শিশুর মৃত্যু ॥ আক্রান্ত ৩৫

প্রকাশিত: ১২:০৩, ১৬ মার্চ ২০২০

  বান্দরবানে হাম রোগে শিশুর মৃত্যু ॥  আক্রান্ত ৩৫

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৫ মার্চ ॥ বান্দরবানে করোনা আতঙ্কের মধ্যে এবার লামা উপজেলায় হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি লাইল্যা মুরুংপাড়ায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। ইতোমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে দুতিয়া মুরুং (৭) নামের এক শিশুর মৃত্যু ও পাড়ার আরও প্রায় ৩৫ নারী-পুরুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মৃত দুতিয়া মুরুং লাইল্যা মুরুংপাড়ার বাসিন্দা মেনহাত মুরুংয়ের ছেলে। লাইল্যা মুরুংপাড়া কারবারী লাতুং মুরু বলেন, গত কয়েকদিন আগে থেকে হঠাৎ পাড়ার প্রতিঘরে ৩-৪ জন করে শিশু নারী পুরুষ অসুস্থ হয়ে পড়ে। আক্রান্তদের গায়ে গুঁটি উঠার পাশাপাশি প্রচন্ড জ্বরের সঙ্গে খুব কাশি হয়। পাড়ায় মোট ৮ পরিবার রয়েছে। ইতোমধ্যে এ রোগে আমার নাতি দুতিয়া মুরুং মারা গেছে। জানা যায়, লাইল্যা মুরুংপাড়ায় হাম রোগে আক্রান্তের খবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়েছে। এই বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক জানায়, হাম আক্রান্ত পাড়ায় স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে।
×