ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চসিকের হাম রুবেলা টিকা ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল

প্রকাশিত: ১২:০২, ১৬ মার্চ ২০২০

 চসিকের হাম রুবেলা  টিকা ১৮ মার্চ  থেকে ১২ এপ্রিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীতে আগামী ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন এ ক্যাম্পেন উদ্বোধন করবেন। তবে এরমধ্যে ২৯ মার্চ চসিক নির্বাচনের জন্য এ কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী। লিখিত বক্তব্যে ডাঃ সেলিম আকতার চৌধুরী বলেন, ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ৭ লাখ ৫২ হাজার শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগে টিকা পেয়ে থাকলেও কিংবা হাম-রুবেলা হলেও নির্দিষ্ট বয়সের সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেয়া হবে। এই ক্যাম্পেনকে দুটি ধাপে বিভক্ত করা হয়েছে। প্রথম ধাপে ১৮-২৪ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানে এবং দ্বিতীয় ধাপে ২৮ মার্চ-১২ এপ্রিল সব নিয়মিত স্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা দেয়া হবে। নগরীর ৪১ ওয়ার্ডের ১ হাজার ১৪৫টি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ফোরকানিয়া মাদ্রাসা ও স্থায়ী-অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই ক্যাম্পেন শেষ হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। কিন্তু নির্বাচনের দিন কার্যক্রম বন্ধ থাকবে বিধায় তা শেষ হবে ১২ এপ্রিল। চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী, শিশু বিশেষজ্ঞ ডাক্তার সুশান্ত বড়ুয়া, ডাঃ হাসান মুরাদ শুভসহ জোনাল মেডিক্যাল অফিসার, স্বাস্থ্য সহকারী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
×