ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিয়ে স্মরণীয় রাখতে গাছের চারা উপহার

প্রকাশিত: ১২:০২, ১৬ মার্চ ২০২০

 বিয়ে স্মরণীয় রাখতে  গাছের চারা  উপহার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ এ যেন এক অন্যরকম বৌভাতের আয়োজন। একদিকে মহাধুমধামে চলছে অতিথিদের অপ্যায়নের ব্যবস্থা। পাশাপাশি নবদম্পত্তি তাদের এই পরম মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আগত অতিথিদের হাতে উন্নত জাতের আমের চারা তুলে দিয়েছেন। আর এমনই ব্যতিক্রমী বৌভাতের আয়োজন করা হয়েছে বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা গ্রামে। শনিবার বিকেলে উপজেলার কালশিরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাখন লাল ব্রহ্মের ছেলে মাধব ব্রহ্মের সঙ্গে রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের গোপাল পোদ্দারের মেয়ে সুমা পোদ্দারের বিয়ে হয়। এদিন বিকেলে বরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এ আয়োজনে আগত অতিথিদের ভূরিভোজ শেষে একটি করে উন্নত জাতের আমের চারা উপহার দেয়া হয়। আমন্ত্রণে এসে গাছের চারা উপহার পেয়ে অনেকেই বেজায় খুশি। নবদম্পত্তিকে সকলে দোয়া ও আশীর্বাদ করেন। এ ব্যাপারে বৌভাত অনুষ্ঠানে আগত অতিথি কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার রায় জানান, এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ। মাধব বরাবরই মহৎ কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে নানা দৃষ্টান্ত স্থাপন করেছে। সে নিজে এক সময় লাইব্রেরি তৈরি করে লোকের বাড়িতে বই বিলি করে বেড়াত। এটাও তারই একটা অংশ বলা চলে। এ বিষয়ে নব দম্পত্তি মাধব ব্রহ্ম ও সুমার সঙ্গে কথা হলে তারা জানায়, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশ রক্ষার জন্য গাছের কোন বিকল্প নেই। পাশাপাশি আমরা যে আম গাছের চারাটি উপহার দিয়েছি এটি যদি বেঁচে থাকে তাহলে এ গাছে একদিন ফল ধরবে। তখন লোকে আম খেয়ে আমাদের কথা অনেকে মনে করবে। এ স্মৃতিকে ধরে রাখতেই গাছের চারা উপহারের বিষয়টি মাথায় এসেছে।
×