ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় স্ত্রীকে হত্যা মামলায় পিতাপুত্র গ্রেফতার

প্রকাশিত: ১২:০১, ১৬ মার্চ ২০২০

 দ্বিতীয় স্ত্রীকে হত্যা  মামলায় পিতাপুত্র গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ধারালো অস্ত্র দিয়ে দ্বিতীয় স্ত্রী মোহছেনা বেগমকে (৩৫) খুন করে পালিয়ে যাওয়া স্বামী মোফাজ্জল হোসেন মন্ডল মোফা ও তার প্রথম স্ত্রীর ছেলে মুরাদ হোসেনকে জয়পুরহাটের পাঁচবিবি ও ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। ঘটনার ১৬ দিনের মাথায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। হত্যাকান্ড ঘটিয়ে তারা আত্মগোপন করেছিল। রবিবার তাদের নীলফামারী এনে আদালতের মাধ্যমে প্রধান আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়। সূত্র মতে প্রথম স্ত্রীর সন্তান মুরাদ হোসেনকে জয়পুরহাটের পাঁচবিবি হতে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে মোফাজ্জলকে গ্রেফতার করে। ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়ার হোসেনের মোড় গ্রামের মৃত বানার উদ্দিনের মেয়ে মোহছেনা বেগমকে ১৫ বছর আগে বিয়ে করে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাট গ্রামের মৃত শহর উল্লাহর ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল। তাদের ঘরে ২টি কন্যাসন্তান রয়েছে। মোফাজ্জল তার প্রথম স্ত্রীকে জয়পুরহাটে ও দ্বিতীয় স্ত্রী মোহছেনাকে ডিমলায় শ্বশুরবাড়িতে রেখে সংসার করত। মোহছেনার পরকীয়ার অভিযোগ তুলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভোরে ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করে আসামিরা পালিয়ে যায়।
×