ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

প্রকাশিত: ১২:০০, ১৬ মার্চ ২০২০

 শাবির সমাজবিজ্ঞান  বিভাগের শিক্ষার্থীদের  ক্লাস-পরীক্ষা  বর্জন

শাবি সংবাদদাতা ॥ ধারাবাহিকভাবে ফল বিপর্যয় হতে থাকায় ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ফলাফল পুনঃমূল্যায়নসহ তিন দফা দাবিতে রবিবার বিভাগের প্রধানের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তারা। এর পাশাপাশি তারা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, সম্প্রতি বিভাগের সব সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল খুবই হতাশাজনক। দীর্ঘদিন যাবত বিভাগের শিক্ষকরা কম মার্কিংয়ের একটা সংস্কৃতি গড়ে তুলেছেন। বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের সিজিপিএ অন্যান্য বিভাগ তথা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় খুবই নগণ্য। ফলে চাকরির ক্ষেত্রে আমরা মূল্যায়ন পাচ্ছি না। রবিবার এ বিভাগের কয়েকটি সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছে। তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ৫২ জন শিক্ষার্থীর মধ্যে এ মাইনাস ১ জন, বি প্লাস ১০ জন, বি ২৮ জন, বি মাইনাস ৮ জন, সি প্লাস ৪ জন এবং সি পেয়েছেন ১ জন। দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের প্রকাশিত ফলাফলে দেখা যায় মোট ৬৬ জন শিক্ষার্থীর মধ্যে বি প্লাস ৪ জন, বি ২৪ জন, বি মাইনাস ২৩ জন, সি প্লাস ১২ জন এবং সি ৩ জন পেয়েছেন। চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মোট ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে বি প্লাস ৯ জন, বি ৩৫ জন, বি মাইনাস ৯ জন, সি প্লাস ২ জন পেয়েছেন। প্রত্যেকবারই ফলাফল বিপর্যয় ঘটায় শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে আসছিল। ফলাফলের পুনঃমূল্যায়নসহ তিনদফা দাবি দুইদিনের মধ্যে মেনে না নিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে বিভাগের প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুন বলেন, শিক্ষার্থীরা লিখিত দাবি জানিয়েছে। বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাব। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করব।
×