ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে জ্ঞানপঞ্জি বিতরণ

প্রকাশিত: ১১:৫৭, ১৬ মার্চ ২০২০

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের  চেতনা ছড়িয়ে দিতে  জ্ঞানপঞ্জি বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ মার্চ ॥ মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ, জাতীয় চার নেতা, জাতীয় স্মৃতিসৌধ ও বাল্যবিয়ে নিরোধ আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শিক্ষার্থীদের হৃদয়ে গেঁথে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন, মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম। উল্লিখিত ব্যক্তি ও বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে পৃথক পাঁচটি ‘নলেজ ক্যালেন্ডার’ (জ্ঞানপঞ্জি) প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, নিজ উদ্যোগে উপজেলার সব স্কুল-কলেজের সব শিক্ষার্থীর মাঝে তিনি এসব জ্ঞানপঞ্জি বিতরণ করছেন। শনিবার মান্দা উপজেলার গোটগারী শহীদ মামুন সরকারী হাইস্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রকাশিত নলেজ ক্যালেন্ডার বিতরণ করেন ইউএনও আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্ট্রাক্টর কায়সার হামিদ, গোটগারী শহীদ মামুন সরকারী হাইস্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, সহকারী মাহফুজা খাতুন প্রমুখ। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানপঞ্জি বিতরণের বিষয়ে ইউএনও আব্দুল হালিম বলেন, ‘আদর্শ জাতি গঠনে সেই জাতির প্রকৃত ইতিহাস জানা দরকার। এছাড়া সেই জাতি গঠনে কিছু মানুষ থাকে যাঁরা সব সময় অনুপ্রেরণাদায়ী তাঁদের জীবন সম্পর্কে জানতে হয়। বাংলাদেশ নামক রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বাঙালী জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের জাতীয় বীরদের সম্পর্কে এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এসব জ্ঞানপঞ্জি প্রকাশ ক্ষুদ্র একটা প্রয়াস। তারপরেও আমি মনে করি, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিষয় নিয়ে অল্প কিছু তথ্য নিয়ে জ্ঞানপঞ্জি প্রকাশ করা হলেও জ্ঞানপঞ্জিতে বার বার চোখ বুলিয়ে এসব তথ্য শিক্ষার্থীদের হৃদয়ে গেঁথে যাবে। এর মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে পড়বে।’
×