ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাটকা আহরণ নিষিদ্ধ

প্রকাশিত: ১১:৫৫, ১৬ মার্চ ২০২০

জাটকা আহরণ নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার ॥ ২০১৯-২০২০ অর্থবছরে জাটকা আহরণ নিষিদ্ধকালীন মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দেশের ২০ জেলার ৯৬ উপজেলায় জাটকা আহরণে বিরত থাকা দুই লাখ ৮০ হাজার ৯৬৩ নিবন্ধিত জেলে পরিবারের জন্য ২২ হাজার ৪৭৭.০৪ টন চাল বরাদ্দ করেছে সরকার। ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত মঞ্জুরি প্রদান করেছে। গত ফেব্রুয়ারি মাসে এই পরিমাণ ভিজিএফ (দুস্থ গোষ্ঠীর খাদ্য সহায়তা) চাল সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুকূলে মঞ্জুর করা হয় এবং তা ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্টদের মাঝে বিতরণ সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি হারে ফেব্রুয়ারি-মার্চ এই দুই মাস চাল দেয়া হবে।
×