ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুজিববর্ষ উপলক্ষে ‘জলবায়ু বাস’ উদ্বোধন

প্রকাশিত: ১১:৫৫, ১৬ মার্চ ২০২০

 মুজিববর্ষ উপলক্ষে ‘জলবায়ু বাস’  উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে রবিবার ঢাকায় জলবায়ু বাসের উদ্বোধন করা হয়েছে। দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এই বাসের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা কর্মসূচী হিসাবে এই জলবায়ু বাসের উদ্বোধন করা হয়েছে। সারাদেশের প্রত্যেক জেলা উপজেলায় এই বাস যাবে এবং ছাত্র-ছাত্রীদের জলবাযু পরিবর্তন কিভাবে হচ্ছে, কিভাবে দেশের পরিবেশ রক্ষা করা যায় সে সম্পর্কে সচেতন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ উদ্যোগের অন্যতম পরিবেশ সুরক্ষা। এই উদ্যোগের আওতায় জলবাযু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় এই বাস চালু করা হয়েছে। পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন একগুচ্ছ রংবেরঙের বেলুন উড়িয়ে এই বাসের উদ্বোধন করেন।
×