ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এটিএম আজহারের মৃত্যুদন্ড ॥ আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত: ১১:৫৪, ১৬ মার্চ ২০২০

 এটিএম আজহারের মৃত্যুদন্ড ॥ আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও আলবদর কমান্ডার নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদন্ডের আদেশ বহাল রেখে আপীল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত বছরের ৩১ অক্টোবর আজহারুল ইসলামের মৃত্যুদন্ডের আদেশ বহাল রেখেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ রায় ঘোষণা করে। এরই মধ্যে রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। রায় প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা না হলে ফাঁসি কার্যকরের আইনগত প্রক্রিয়া শুরু হবে। এদিকে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে রায়ের কপি পেলে রিভিউ আবেদন করা হবে।
×