ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সার এখন ১৬ টাকা কেজি

বিএনপি আমলে সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে ॥ ড. রাজ্জাক

প্রকাশিত: ১১:৫৪, ১৬ মার্চ ২০২০

 বিএনপি আমলে সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে ॥ ড. রাজ্জাক

বিশেষ প্রতিনিধি ॥ কৃষক হত্যা দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপি আমলে সারের জন্য পুলিশের গুলিতে কৃষককে জীবন দিতে হয়েছে। বিএনপি আমলের ৯০ টাকা কেজি সারের মূল্যে বর্তমান সরকার দফায় দফায় কমিয়ে গত ডিসেম্বর থেকে মাত্র ১৬ টাকায় নামিয়ে এনেছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে, সব সময় উদ্বৃত খাদ্য উৎপাদন হচ্ছে। আর কৃষক তার উৎপাদিত কৃষিপণ্য ন্যায্য মূল্যে পাওয়া নিশ্চিত করতে সরকার উপকূলবর্তী এলাকায় তিন ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছে। রবিবার বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ। ১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে সারের দাবিতে বিক্ষোভরত ১৮ কৃষককে গুলি করে হত্যার পর প্রতিবছরই এ দিনটিকে (১৫ মার্চ) কৃষক হত্যা দিবস হিসেবে পালন করে আসছে ক্ষমতাসীন দলটি। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান, মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, কৃষক লীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল চৌধুরী, রেজাউল করিম রেজা, হোসনে আরা, বিশ্বনাথ সরকার বিটু, আকবর আলী, সাখাওয়াত হোসেন সুইট, আসাদুজ্জামান বিপ্লব ও শহীদ সন্তান মেহেদী হাসান মুনকির প্রমুখ। সভা শেষে ১৮ শহীদ কৃষক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে আবদুর রাজ্জাক আরও বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে নানা ধরনের কৃষিবান্ধব নীতি ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করেছে।
×