ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই দলের মেয়র প্রার্থীর জমজমাট প্রচার

প্রকাশিত: ১১:৫৩, ১৬ মার্চ ২০২০

 দুই দলের মেয়র প্রার্থীর জমজমাট প্রচার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারে জনসম্পৃক্ততাও তত বাড়ছে। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর গণসংযোগে কর্মী সমর্থকদের ঢল লক্ষণীয়। তারা যে গলিতেই যাচ্ছেন সেখানেই প্রচার রূপ নিচ্ছে গণমিছিলে। নির্বাচনী আচরণবিধির কারণে আওয়ামী লীগের মন্ত্রী, এমপিরা প্রচার অংশ নিতে পারছেন না। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামছেন প্রতিদিনই। উভয় পক্ষের প্রচার বেশ জমজমাট রূপ ধারণ করলেও এখনও পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী রবিবার গণসংযোগ চালান মহানগরীর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে। সিডিএ আবাসিক এলাকা, ছোটপুল, বেপারিপাড়াসহ ওয়ার্ডের জনবহুল এলাকাগুলোতে তিনি ভোটারদের মধ্যে তার অঙ্গীকার সম্বলিত প্রচারপত্র বিলি করেন। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ২৯ মার্চ নৌকা প্রতীকে ভোট দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। রেজাউল করিম চৌধুরী বলেন, নৌকা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতীক। নৌকার বিজয় মানেই বঙ্গবন্ধুর স্বপ্নের বিজয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন কাজ হচ্ছে। নৌকার বিজয় মানে স্বাধীনতা এবং উন্নয়নের বিজয়। চট্টগ্রামে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শ্রমবিষয়ক সম্পাদক আবদুল আহাদ, চসিক ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। রেজাউল করিম চৌধুরীর গণসংযোগ চলে কর্মী সমর্থকদের ব্যাপক স্র্রোত পরিলক্ষিত হয়। এদিকে, বিএনপি প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন রবিবার গণসংযোগ করেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের রাহাত্তারপুলসহ বিভিন্ন এলাকায়। এ সময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যন আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রচারকালে ডাঃ শাহাদাত বলেন, মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব। সকলের সঙ্গে আলোচনা করে পরিকল্পিত নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শিক্ষায় অগ্রগতির পাশাপাশি গবেষণায়ও মনোযোগ দেব।
×