ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতালি ফেরতদের নিয়ে অসন্তোষ পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১১:৫৩, ১৬ মার্চ ২০২০

  ইতালি ফেরতদের  নিয়ে অসন্তোষ  পররাষ্ট্রমন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি থেকে ফিরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আশকোনায় কোয়ারেন্টাইনে থাকতে অনীহা জানানো প্রবাসীদের কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। দেশে ফিরলে তারা সবাই ‘নবাবজাদা’ হয়ে যান বলে মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্যের পেছনে সরকারের ব্যবস্থাপনা নিয়ে ওইসব প্রবাসীদের নাখোশ হওয়ার কথাও উল্লেখ করেছেন মন্ত্রী। খবর বিডিনিউজের। ব্যাপক মাত্রায় সংক্রামক করোনাভাইরাস বাইরে থেকে এসে দেশের ভেতরে ছড়িয়ে পড়া ঠেকাতে বিদেশ ফেরতদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে। বিশ্বজুড়ে মহামারী আকারে করোনাভাইরাস ছড়ানোর কেন্দ্র হয়ে ওঠা ইতালি থেকে শনিবার সকালে দেশে ফেরা ১৪২ জনকে নেয়া হয় আশকোনা হজ ক্যাম্পে। সেখানে তাদের দুই সপ্তাহ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয় দিলেও রাতে সবাইকে বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়। সেখানকার পরিবেশ ও পর্যটন কর্র্পোরেশন থেকে সরবরাহ করা খাবার নিয়ে এই প্রবাসীরা অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। রবিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘যে সমস্ত দেশে করোনাভাইরাস অস্বাভাবিক মাত্রায় ছড়িয়েছে, সেই সমস্ত দেশ থেকে আসা বন্ধ না করলেও যিনি আসবেন তাকে কোয়ারেন্টাইনে যেতে হবে।’ কিন্তু আমাদের বাঙালী প্রবাসীরা যখন আসেন, তারা এটাতে খুব অসন্তুষ্ট হন এবং তারা দেশে আসলে সবাই নবাবজাদা হয়ে যান। ফাইভ স্টার হোটেল না হলে অপছন্দ করেন।
×