ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকায় বুয়া বেশে চুরি ॥ দুই নারীসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ১১:৫১, ১৬ মার্চ ২০২০

 পুরান ঢাকায় বুয়া বেশে চুরি ॥ দুই  নারীসহ  গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে কাজের বুয়া বেশে অভিনব কায়দায় বাসায় চুরির ঘটনায় জড়িত দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে বিউটি বেগম ওরফে ময়না ওরফে জান্নাতের মা, খোরশেদ আলম ওরফে মোরশেদ, আশাদুল ইসলাম, রিপনা বেগম ও ফারুক আহম্মেদ। এ সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত স্বর্ণের এক জোড়া হাতের চুড়ি, একটি লকেটসহ স্বর্ণের চেইন ও নগদ ৩০ হাজার টাকা, ছয়টি চেতনানাশক ট্যাবলেট এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইলফোন জব্দ করা হয়। রবিবার দুপুরে ডিএমপির মিডিয়ার সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইফতেখার আহমেদ এ তথ্য জানান। ডিসি জানান, পুরান ঢাকার গে-ারিয়ায় গৃহবধূ মোছাঃ ফয়জুন্নেছা বাসার দারোয়ানের মাধ্যমে গত ৯ মার্চ কাজের বুয়া হিসেবে ময়না নামে একজনকে নিয়োগ করেন। কিন্তু পরদিনই দুপুর দেড়টার দিকে দুপুরের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করেন ওই কাজের বুয়া। এরপর বাড়ি থেকে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ও ২৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় ময়না। ডিসি জানান, চুরির অভিযোগ পাওয়ার পর গেন্ডারিয়া থানা পুলিশ শনিবার রাতভর দক্ষিণ কেরানীগঞ্জ, জুরাইন ও তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই চুরির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। ডিসি ইফতেখার জানান, কাজের বুয়া নিয়োগ দেয়ার ক্ষেত্রে বিস্তারিত তথ্য নিন, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি রাখুন, প্রয়োজনে বুয়ার বাড়ির নম্বরও রেখে দিন।
×