ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু সমাবেশ স্থগিত

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন

প্রকাশিত: ১১:১৯, ১৬ মার্চ ২০২০

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী  কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৫ মার্চ ॥ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭ মার্চের সফরসূচী সংক্ষিপ্ত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্্যাপন উপলক্ষে সেখানে যে শিশু সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম সিডিউল থেকে শিশু সমাবেশ বাদ দেয়া হয়েছে। তবে পরবর্তীতে সময় নির্ধারণ করে অনুষ্ঠানগুলো উদ্্যাপিত হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সর্বশেষ ১২ মার্চ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত সংশোধিত পত্রে জানানো হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে তাকে অনার গার্ড প্রদান করা হবে। এরপর তিনি সেখানে কতক্ষণ থাকবেন সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি। প্রধানমন্ত্রীর পরবর্তী সিডিউল গণভবনে। সেখানে তিনি স্মারক ডাক টিকেট, স্মারক মুদ্রা ও স্মারক নোট অবমুক্ত করবেন এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ‘স্যুভেনির’-এর মোড়ক উন্মোচন করবেন। এছাড়াও ১৭ মার্চ টুঙ্গিপাড়ার রাষ্ট্রীয় কর্মসূচীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যোগ দিবেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পরপরই তিনি টুঙ্গিপাড়ায় পেীঁছাবেন এবং জাতির পিতার সমাধিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এদিকে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে আয়োজিত শিশু সমাবেশ স্থগিত করা হলেও রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে রয়েছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ ও ফরিদপুর অংশসহ বিভিন্ন সড়কে শতাধিক তোরণ নির্মিত হয়েছে। বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার আনুষঙ্গিক সকল কাজ সম্পন্ন হয়েছে। জাতির পিতার সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, লাইব্রেরি, সংগ্রহশালা, ক্যাফেটারিয়া, মসজিদ ও বকুলতলা চত্বরসহ মাজার কমপ্লেক্সের প্রতিটি স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধণের কাজ শেষ হয়েছে। নতুন নতুন ফুলগাছের চারা লাগানো হয়েছে। মাজার কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন স্থানে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচী রাষ্ট্রীয়ভাবে পালিত হবে। রাষ্ট্রীয় কর্মসূচীর সঙ্গে ওইদিন ভোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে রাষ্ট্রীয় কর্মসূচীতে যোগ দেয়া হবে। এদিকে টুঙ্গিপাড়াসহ সারা জেলায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের সকল আয়োজন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গোটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানিয়েছেন, রাষ্ট্রীয় এ কর্মসূচীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে নির্বিঘ্ন করতে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। দিবসের সকল আয়োজন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
×