ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছয় হাজার ৪শ’ ৫৫ জনের মৃত্যু;###;আল আকসা মসজিদ বন্ধ ঘোষণা

করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে

প্রকাশিত: ১০:৫৬, ১৬ মার্চ ২০২০

 করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বর ১৫৬ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় রবিবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৭ হাজার ২৯৩। এর মধ্যে ছয় হাজার ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৬ হাজার ৫৮৮ জন। খবর এএফপি, বিবিসি, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আলজাজিরা, সিএনএন, ইরনা, সৌদি প্রেস এজেন্সি, এনএইচকে, সাউথ চায়না মর্নিং পোস্ট, নাইন নিউজ, আল আরাবিয়া, নিউইয়র্ক টাইমস, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। আল আকসা মসজিদ বন্ধ ঘোষণা করোনাভাইরাসের বিস্তার রোধে মুসলিমদের প্রথম কিবলা ও তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। রবিবার জেরুজালেমের ওয়াকফ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। ওয়াকফ কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ডেইলি সাবাহ জানিয়েছে, সাবধানতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তবে মসজিদের বাইরের অংশ ইবাদতের জন্য উন্মুক্ত থাকবে। মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেছেন, ইসলামিক ওয়াকফ কমিটি করোনাভাইরাস বিস্তার রোধে সুরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আল আকসা মসজিদের অভ্যন্তরে নামাজের স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে মসজিদের প্রাঙ্গণে নামাজ আদায় করা যাবে বলে ওয়াকফ কমিটি থেকে জানানো হয়। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নাগরিকদের ঘরে বসে প্রার্থনার আহ্বান জানিয়েছে। ইতালিতে একদিনে আরও ৩৬৮ জনের মৃত্যু চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালিতে একদিনে আরও ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮০৯ জনে। ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৯০ জন। আর সবমিলিয়ে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ২৪ হাজার ৭৪৭। এদিকে দেশটির প্রায় ছয় কোটি জনগণকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এর মধ্যে প্রায় দেড় লাখ বাংলাদেশীও রয়েছেন বলে জানা গেছে। করোনাভাইরাসের প্রভাবে দেশটিতে জারি করা জরুরী অবস্থার মধ্যে বেকারের সংখ্যা বাড়ছে। স্পেনে একদিনে ১৫৫ জনের মৃত্যু প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে বিপর্যস্ত ইউরোপের দেশ স্পেন। মহামারী এ ভাইরাস ঠেকাতে নানা পদক্ষেপের পাশাপাশি পুরো স্পেনে ১৫ দিনের জরুরী অবস্থা জারি করেছে দেশটির সরকার। দেশটিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ জনে। রবিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৫৩ জন। এছাড়া ৫১৭ জন রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানে আরও ১১৩ জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ইরানে আরও ১১৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭২৪ জনে দাঁড়িয়েছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলি রেজা ভাহাবজাদেহ এক টুইটে এ তথ্য জানিয়েছেন। এদিকে, বিশ্বের জনসংখ্যা, অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে পরিসংখ্যান প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, ইরানে নতুন করে এক হাজার ২০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৩৮-এ পৌঁছেছে। এদিকে ইরানের সশস্ত্রবাহিনী প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলা এবং এর বিস্তার পর্যবেক্ষণের জন্য মহড়া শুরু করেছে। ইরানের সামরিক বাহিনী রবিবার ঘোষণা করেছে যে, দেশের প্রতিরক্ষা ঘাঁটির নেতৃত্বে এ মহড়া চলবে এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সামরিক বাহিনীর উপপ্রধান সমন্বয়ক রিয়ার এডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। এছাড়া, ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগ এ মহড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এর নেতৃত্বে থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি। ফ্রান্সে মৃত বেড়ে ৯১ ফ্রান্সে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৯১-এ পৌঁছেছে। শনিবার দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জেরম স্যালোমন এ তথ্য জানিয়েছেন। এদিকে শনিবার দেশটির প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় রেস্তরাঁ ও ক্যাফেসহ অত্যাবশ্যক নয় এমন জনসমাগমপূর্ণ স্থানগুলো বন্ধ ঘোষণা করেছেন। জেরম স্যালোমন জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ৫০০-তে পৌঁছেছে। শনিবার ভাইরাসে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ৯১-এ পৌঁছেছে। ভারতে ১০০ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা ভারতে মাত্র এক রাতের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা এক শ’ পেরিয়েছে। শনিবার রাতেও দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৮০। কিন্তু রবিবার সকালেই এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৭ জন। এদের মধ্যে ১৭ জন বিদেশী। দেশটিতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। এদিকে করোনাভাইরাস মোকাবেলায় ভারতের পশ্চিমবঙ্গে অবসর নেয়া দুই হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে আবার নিয়োগ দেয়া হয়েছে। শনিবার ভারতের একটি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মমতা বলেন, পশ্চিমবঙ্গের জেলায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। শুধু রাজারহাটে দুটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তার মধ্যে একটি রাজারহাটের ক্যান্সার হাসপাতাল, যেটাকে আপাতত আইসোলেশন ওয়ার্ডে পরিবর্তিত করা হয়েছে। মালয়েশিয়ায় আক্রান্ত ৪৩৮, মসজিদে নামাজ বন্ধ মালয়েশিয়ার শাহ আলমের সেকশন ২৭-এর একটি মসজিদ অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ১৫ মার্চ শাহ আলম মসজিদ আল মুনাওয়ারার অফিসার মুহাইয়াত হুসিন এক বিবৃতিতে জানিয়েছেন, নামাজের জামাত থেকে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কায় মসজিদটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ১৯০ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩৮ জন। তবে এর মধ্যে কোন বাংলাদেশী নেই। করোনায় আক্রান্ত যে বিশ্ব নেতারা বিশ্বের অনেক রাজনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাদের মধ্যে চলতি সপ্তাহেই অনেকের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়া আরও অনেকে করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার কথা বলেছেন। তাদের সবার তালিকাটা এক নজর দেখে নেয়া যাক। যুক্তরাষ্ট্র; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন গুজব চারপাশে ছড়িয়ে পড়েছিল। করোনায় আক্রান্ত ব্রাজিল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর এমন শঙ্কা তৈরি হয়। তবে হোয়াইট হাউসে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, প্রেসিডেন্টের শরীরে করোনার উপস্থিতি নেই। তবে দেশটির মিয়ামি শহরের মেয়র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর দেশটির নয় আইনপ্রণেতা ‘সেলফ কোয়ারেন্টাইনে’ চলে গেছেন। এদের মধ্যে মার্কিন কংগ্রেসের সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্য রয়েছেন। কানাডা; দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রীসহ ট্রুডো এখন আইসোলেশনে রয়েছেন। ট্রুডো বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর কাজ চালিয়ে যাবেন। তার শরীরের করোনার কোন উপসর্গ দেখা যায়নি এবং করোনা পরীক্ষাও করাননি তিনি। ফ্রান্স; দেশটিতে চারজন রাজনীতিবিদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন আইনপ্রণেতা, পার্লামেন্টের এক কর্মী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, বাস্তুসংস্থান এবং অন্তর্ভুক্তি মন্ত্রীর প্রতিমন্ত্রী সেক্রেটারিও রয়েছেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। স্পেন; শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজনই এখন ভাল অবস্থায় রয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের সুরক্ষামূলক পদক্ষেপ মেনে চলছেন তারা। ইউরোপের ইতালির পর স্পেনে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ভাইরাসটির। ব্রাজিল; ব্রাজিলের যে প্রতিনিধি দল সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন তাদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন দেশটির প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি, একজন সিনেটের ও ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের সহকারী রাষ্ট্রদূত। যুক্তরাজ্য; দেশটির জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার উপস্থিতি শনাক্তের আগে প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি তার সঙ্গে বৈঠক করেছেন। তাই এখন ব্রিটিশ প্রধানমন্ত্রীও করোনাভাইরাসে সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপিন্স; দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর তিনি ভাইরাসটিতে সংক্রমিত হতে পারেন বলে শঙ্কা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তার করোনা পরীক্ষা করেন স্বাস্থ্য কর্মকর্তারা। কিন্তু প্রেসিডেন্টের শরীরের করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা যায়নি। ইরান; দেশটির পার্লামেন্টের ৮ শতাংশ রাজনীতিবিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তথ্য অনুযায়ী, ইরানের ২৯০ আসনের পার্লামেন্টের ২৩ আইনপ্রণেতা করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। দেশটির কয়েকজন ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়া; দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এক সপ্তাহের কম সময় আগে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন। সফরে মার্কিন এ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার, ট্রাম্প কন্যা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পসহ হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তা রয়েছেন। মঙ্গোলিয়া; চীনে একদিনের সফর শেষে দেশে ফেরার পর মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতামাগিন বাত্তুলগাসহ অন্য কর্মকর্তারা দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে এরপর প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হলেও করোনার উপস্থিতি শনাক্ত করা যায়নি। সৌদির সব শপিংমল বন্ধ রাখার নির্দেশ প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে খাবারের দোকান ও ফার্মেসি ছাড়া সব শপিংমল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। রবিবার দেশটির সরকার এ নির্দেশ দেয়। তবে রেস্তরাঁ ও ক্যাফেতে খাবার পরিবেশন নিষিদ্ধ করলেও বাইরে খাবার সরবারহের অনুমতি দেয়া হয়েছে। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দার অন্যতম শপিং সেন্টার খারেস সাওয়ারিখের বিভিন্ন মলের কর্তৃপক্ষের কাছে রবিবার মাগরিবের পর থেকে নোটিস দেয় স্থানীয় প্রশাসন। সৌদি আরবে বিয়েসহ সকল জনসমাবেশ স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছে। এল সালভাদরে জরুরী অবস্থা জারি এল সালভাদরের কংগ্রেস করোনাভাইরাস প্রতিরোধে জরুরী অবস্থা জারির ঘোষণা এবং দেশটির সংবিধান আংশিক স্থগিত রাখার বিষয়ে অনুমোদন দিয়েছে। এ পদক্ষেপের মধ্যে ৩০ দিনের জন্যে অবাধে চলাফেরা ও সমাবেশের ওপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি রয়েছে। এছাড়া এ পদক্ষেপের কারণে স্বাস্থ্য কর্মকর্তারা জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন। ওয়াশিংটন অফিস বন্ধ করল এপি করোনা সংক্রমণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অফিস অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে মার্কিন বার্তা সংস্থা দ্য এ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। সম্প্রতি সংস্থাটির এক কর্মী সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন। এরপর থেকেই তার শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। ওই ব্যক্তির শারীরিক পরীক্ষার ফল আসার আগেই ঝুঁকিমুক্ত থাকতে গত শুক্রবার গোটা অফিসই বন্ধ করে দেয় এপি। তবে ভিডিও কার্যক্রম, রাজনৈতিক প্রচার, ভোট গণনার মতো কার্যক্রম বিকল্প উপায়ে চালু থাকবে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। ফিনল্যান্ডে চারজন চিকিৎসক করোনায় আক্রান্ত ফিনল্যান্ডে কনোরাভাইরাস আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী সান্না মারিন। এতে আতঙ্কিত না হতে ফিনল্যান্ডবাসীদের অনুরোধ জানিয়েছেন তিনি। শনাক্তকারী রোগীর অবস্থা স্থিতিশীল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডে এখন পর্যন্ত ২২৩ জন কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণে শনাক্ত রোগীদের মধ্যে ইউনিভার্সিটি হসপিটাল অব হেলসিংকির চারজন চিকিৎসক ও কয়েকজন নার্সসহ ২৪ মেডিক্যাল কর্মী রয়েছেন। স্বাভাবিক জীবন-যাপনে ফিরছে চীন করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রায় দু’মাস অবরুদ্ধ ছিল চীন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হওয়া ও মৃত্যুর হার কমে আসায় ধীরে ধীরে জীবন-যাপন স্বাভাবিক হচ্ছে দেশটিতে। রবিবার চীনভিত্তিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ফ্রান্স-সুইজারল্যান্ড-অস্ট্রিয়া সীমান্ত বন্ধ করছে জার্মানি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ফ্র্রান্স, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সঙ্গে সীমান্ত অনেকাংশেই বন্ধ করে দিচ্ছে জার্মানি। সরকারী কর্মকর্তারা একথা জানিয়েছেন। জার্মানির গণমাধ্যম জানিয়েছে, সীমান্তগুলো সোমবার সকাল থেকেই বন্ধ করা হবে। তবে দেশগুলোর মধ্যে পণ্য পরিবহন এবং নিত্যযাত্রী চলাচল অব্যাহত থাকবে। জার্মানিতে ৪ হাজার ৫৮৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং ৯ জন মারা গেছে বলে জানিয়েছে বিবিসি। সিঙ্গাপুরে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত সিঙ্গাপুরে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা এটি। দেশটিতে এখন পর্যন্ত মোট ২২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০৫ জন পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। রবিবার নতুন করে যে ১৪ জনকে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে অন্তত ৯ জনই বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুরে এসেছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
×